মুকসুদপুরে সেলিমুজ্জামান সেলিম এর পক্ষে গণমিছিল
কাজী নয়ন ঃ
বিএনপি নেত ও আগামী জাতীয় সংসদ নির্বাচনে গোপালগঞ্জ ১ আসনে, বিএনপির সম্ভাব্য প্রার্থী সেলিমুজ্জামান সেলিম এর পক্ষে গোপালগঞ্জ জেলার মুকসুদপুর উপজেলার, দিগনগর ইউনিয়নে বিএনপি ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতে ৩১ দফা প্রচার পত্র বিলি উপলক্ষে গণ মিছিল অনুষ্ঠিত হয়েছে ।
আজ রবিবার (২৬ অক্টোবর) বিকালে মুকসুদপুর উপজেলার দিগনগর ইউনিয়ন বিএনপির উদ্যোগে বিএনপি নেতা ও বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক (ফরিদপুর বিভাগীয়) সেলিমুজ্জামান সেলিম এর পক্ষে তারেক রহমান প্রণিত রুপরেখাও কেন্দ্রীয় বিএনপি ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের প্রস্তাবিত ৩১ দফা প্রচারপত্র বিলি কর্মসূচি উপলক্ষে গণ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
২০২৩ সালে জুলাই মাসে বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান রাষ্ট্র কাঠামো মেরামতে জাতীর সামনে ৩১ দফা রুপ রেখা তুলে ধরেণ, তারই ধারাবাহিকতায় বিএনপি ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতে ৩১ দফা বাস্তবায়নের লক্ষে জনমত গড়ে তুলতে বিএনপি বিভিন্ন কর্মসূচি হাতে নিয়েছে। তারই ধারাবাহিকতায় বিএনপি নেতা সেলিমুজ্জামান সেলিম এর নির্দেশনায় গোপালগঞ্জ ১ নির্বাচনী এলাকা মুকসুদপুর কাশিয়ানীতে ইউনিয়নে ইউনিয়নে চলছে গণ মিছিল কর্মসূচি।
এ কর্মসূচির অংশ হিসাবে মুকসুদপুর উপজেলার দিগনগর ইউনিয়ন বিএনপির সভাপতি মাহবুবুল আলম হিরু ও আব্দুল হক হাওলাদার এর নেতৃত্বে গণ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
এসময় গণ মিছিলে উপজেলা বিএনপির সভাপতি আব্দুস সালাম খান, সাধারণ সম্পাদক তারেকুল ইসলাম রাজু, পৌর বিএনপির সাধারণ সম্পাদক মশিউর রহমান মিন্টু, দিগনগর ইউনিয়ন বিএনপি ও ওয়ার্ড বিএনপির নেতৃবৃন্দ, দিগনগর ইউনিয়ন যুবদলের সভাপতি মোঃ রুবেল শেখ, সাধারণ সম্পাদক মোঃ জুয়েল রানা, সাবেক ইউনিয়ন যুবদল সভাপতি ও শ্রমিক নেতা মেহেদী হাসান টিটো মোল্লা, শ্রমিক নেতা মাহফুজ, পলাশ, মহসিন সহ স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
গণ মিছিলটি দিগনগর ইউনিয়নের বড়ইতলা বাস্টান্ড থেকে শুরু হয়ে দিগনগর বাজার হয়ে দিগনগর হাইওয়ে দিয়ে বড়ইতলা বিএনপি অফিসে এসে শেষ হয়।
মুকসুদপুর উপজেলা বিএনপির সহ-সভাপতি সভাপতি ও দিগনগর ইউনিয়ন বিএনপির সভাপতি মাহাবুবুল আলম হিরু জানান,
মুকসুদপুর কাশিয়ানীতে সেলিমুজ্জামান সেলিম এর নেতৃত্ব ঐক্যবদ্ধ, আমাদের বিশ্বাস তিনিই নমিনেশন পাবেন এবং প্রথমবারের মত তিনিই এ আসন থেকে বিএনপির প্রার্থী হিসেবে জয়ী হবেন।
#
Leave a Reply