যুবদল সবসময় দেশের গণতন্ত্র, স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় অগ্রণী ভূমিকা পালন করেছে – সেলিমুজ্জামান সেলিম
মোঃমুঈনুল ইসলাম শুভ ঃ
বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক সেলিমুজ্জামান সেলিম বলেছেন, “যুবদল সবসময় দেশের গণতন্ত্র, স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় অগ্রণী ভূমিকা পালন করেছে। বর্তমানেও করছে, ভবিষ্যতেও করবে। দলের প্রতি যুবদল কর্মীদের অবিচল আনুগত্য ও সংগ্রামী চেতনা দেশের তরুণ প্রজন্মের জন্য প্রেরণার উৎস হয়ে থাকবে।”
মঙ্গলবার (২৮ অক্টোবর) সকালে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলা ও পৌর যুবদলের আয়োজিত আনন্দ শোভাযাত্রা শেষে মুকসুদপুর বিশ্বরোড কলেজ মোড়ে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি আরও বলেন, “যুবদল কেবল একটি রাজনৈতিক সংগঠন নয়, এটি একটি আন্দোলন ও চেতনা। যা তরুণদের দেশের জন্য নিবেদিত প্রাণ হয়ে কাজ করতে উদ্বুদ্ধ করে। আজকের এই প্রতিষ্ঠাবার্ষিকী হোক নতুন করে ঐক্য, শৃঙ্খলা ও দেশপ্রেমের শপথ নেওয়ার দিন। আমাদের দায়িত্ব দেশের গণতন্ত্র পুনরুদ্ধার ও মানুষের অধিকার রক্ষায় আরও শক্তিশালী ভূমিকা রাখা।”
সেলিমুজ্জামান সেলিম বলেন, “এই কঠিন সময়ে যুবদল অতীতের মতোই দায়িত্বশীল ভূমিকা পালন করবে। যুবদলের ইতিহাসই প্রমাণ করে, কোনো প্রতিকূল পরিস্থিতিতেও এই সংগঠন মাথা উঁচু করে দাঁড়াতে জানে।”
তিনি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শ ও দেশনেত্রী বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দিকনির্দেশনায় যুবদলকে আরও সুসংগঠিত ও শক্তিশালী করার প্রত্যয় ব্যক্ত করেন।
উপজেলা যুবদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক মো. আসাদ শিকদারের সভাপতিত্বে এবং সদস্য সচিব মাহফুজ হাসানের সঞ্চালনায় বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক তারেকুল ইসলাম রাজু, পৌর বিএনপির সাধারণ সম্পাদক মশিউর রহমান মিন্টু, পৌর যুবদলের আহ্বায়ক সাইফুজ্জামান লিটন এবং উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক কামরুজ্জামান স্বপন।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি আব্দুস ছালাম খান, মুকসুদপুর পৌরসভার সাবেক মেয়র সাজ্জাদ করিম মন্টু, পৌর বিএনপির সভাপতি আবুল বাশার টুলটু বিশ্বাস, বিএনপি নেতা ও সাবেক কাউন্সিলর মোয়াজ্জেম হোসেন মিন্টু, যুবদল কেন্দ্রীয় কমিটির সাবেক সহ সাহিত্য ও প্রকাশনা সম্পাদক মাহামুদুল হাসান বাপ্পী, স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় কমিটির সহ সাধারণ সম্পাদক সাগর মজুমদার, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি মেহেদী হাসান বিপ্লব, সদস্য সচিব আব্দুল কাইয়ুম মুন্সী, উপজেলা ছাত্রদলের সভাপতি হাবিবুর রহমান রইন, সাধারণ সম্পাদক জোবায়ের মাতুব্বর, পৌর ছাত্রদলের সভাপতি আশিক মুন্সী, সাধারণ সম্পাদক শাকিল শরীফ, সাংগঠনিক সম্পাদক অন্তর বিশ্বাস, সরকারি মুকসুদপুর কলেজ ছাত্রদলের সভাপতি মেহেদী মুন্সী, সাধারণ সম্পাদক মহাসিন মোল্যা প্রমুখ।
বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল গত ৪৭ বছরে দেশের গণতান্ত্রিক আন্দোলনে অনন্য ও গৌরবোজ্জ্বল ভূমিকা রেখে চলেছে।
#
Leave a Reply