 
							
							 
                    পল্টন হত্যাকাণ্ডের প্রতিবাদে গোপালগঞ্জে জামায়াতের বিক্ষোভ সমাবেশ
রিকি শেখ গোপালগঞ্জ জেলা প্রতিনিধি :
বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে ‘কালো দিন’ হিসেবে পরিচিত ২৮ অক্টোবর, ২০০৬-এর নৃশংস পল্টন হত্যাকাণ্ডের প্রতিবাদে বাংলাদেশ জামায়াতে ইসলামী, গোপালগঞ্জ জেলা শাখার উদ্যোগে  মঙ্গলবার (২৮ অক্টোবর) শহরে এক বিশাল বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
‘আল্লাহর আইন চাই, সৎ লোকের শাসন চাই’—এই স্লোগানে মুখরিত হয়ে জামায়াতে ইসলামীর হাজার হাজার নেতাকর্মী বিক্ষোভ কর্মসূচিতে অংশ নেন। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে সমাবেশস্থলে শেষ হয়।
 সমাবেশে বক্তব্য দেন, জামায়াতে ইসলামী গোপালগঞ্জ জেলা শাখার আমির অধ্যাপক রেজাউল করিম, সাবেক আমির ও গোপালগঞ্জ দুই আসনে জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী অ্যাডভোকেট আজমল হোসেন সরদার,  সেক্রেটারি আল মাসুদ খান।
বক্তারা বলেন, প্রকাশ্য দিবালোকে লগি-বৈঠা দিয়ে এই নির্মম হত্যাকাণ্ড সংঘটিত হলেও দুঃখের বিষয়, আজ পর্যন্ত এই খুনিদের বিচার হয়নি। নেতৃবৃন্দ এই নির্মমতার প্রতি তীব্র ক্ষোভ প্রকাশ করেন এবং অবিলম্বে খুনি সন্ত্রাসীদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক বিচারের জোর দাবি জানান।
নেতৃবৃন্দ একই সাথে দেশে ন্যায় ও ইনসাফভিত্তিক সমাজ প্রতিষ্ঠার দৃঢ় অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন। তাঁরা হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, পল্টন হত্যাকাণ্ডের খুনিদের বিচার নিশ্চিত না হওয়া পর্যন্ত তাদের আন্দোলন অব্যাহত থাকবে।
 
 
	                                         
 
	                                        
Leave a Reply