আমরা ঐক্যবদ্ধভাবে ত্রয়োদশ নির্বাচনে ধানের শীষের প্রার্থীকে নির্বাচিত করবো
-সেলিমুজ্জামান সেলিম
মুকসুদপুর, গোপালগঞ্জ:
বিএনপির কেন্দ্রীয় নেতা ও ফরিদপুর বিভাগের সহ-সাংগঠনিক সম্পাদক সেলিমুজ্জামান সেলিম বলেন,
“আমরা ঐক্যবদ্ধভাবে ত্রয়োদশ নির্বাচনে ধানের শীষের প্রার্থীকে নির্বাচিত করবো। দেশের গণতন্ত্র রক্ষায় তারেক রহমানের ঘোষিত ৩১ দফা বাস্তবায়নের মাধ্যমেই মানুষের বাকস্বাধীনতা ও মৌলিক অধিকার ফিরিয়ে দেওয়া সম্ভব হবে।”
রবিবার (২ নভেম্বর) বিকেলে মুকসুদপুর পৌর বিএনপির ৭, ৮ ও ৯ নম্বর ওয়ার্ডের উদ্যোগে আয়োজিত লিফলেট বিতরণ ও গণমিছিলের পূর্বে কমলাপুর বাসস্ট্যান্ডে অনুষ্ঠিত সমাবেশে বিএনপির কেন্দ্রীয় নেতা ও ফরিদপুর বিভাগের সহ-সাংগঠনিক সম্পাদক সেলিমুজ্জামান সেলিম এসব কথা
বলেন।
তিনি আরো বলেন “গ্রামে গ্রামে, পাড়া-মহল্লায়, প্রত্যেক কেন্দ্রে নির্বাচনী প্রচারণায় ঝাঁপিয়ে পড়তে হবে। দল-মত নির্বিশেষে জাতীয়তাবাদী শক্তি একত্রিত হয়ে ধানের শীষের বিজয় নিশ্চিত করুন।”
বিকেলের শেষ আলোয় মুকসুদপুরের কমলাপুর বাসস্ট্যান্ড যেন রূপ নিল এক রাজনৈতিক প্রাণচাঞ্চল্যে। মুখে মুখে একটাই স্লোগান “গণতন্ত্র ফিরিয়ে আনবো, ধানের শীষে ভোট দেবো!”
সমাবেশ ঘিরে উৎসবমুখর পরিবেশে জড়ো হয়েছিলেন মুকসুদপুর উপজেলা, পৌর ও বিভিন্ন ওয়ার্ড বিএনপি এবং অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।
উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি আব্দুস ছালাম খান, সাধারণ সম্পাদক তারিকুল ইসলাম রাজু, সাবেক পৌর মেয়র সাজ্জাদ করিম মন্টু, পৌর বিএনপির সভাপতি আবুল বাশার টুলটু, সাধারণ সম্পাদক মশিউর রহমান মিন্টু, বিএনপি নেতা মোয়াজ্জেম হোসেন মিন্টু এবং যুবদলের কেন্দ্রীয় কমিটির সাবেক সহ-সাহিত্য ও প্রকাশনা সম্পাদক মাহমুদুল হাসান বাপ্পীসহ স্থানীয় নেতৃবৃন্দ।
সমাবেশ শেষে লিফলেট হাতে নিয়ে নেতাকর্মীরা বের হন গণমিছিলে। “তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়ন করবো”, “ধানের শীষে ভোট চাই” এমন শ্লোগানে মুখর হয়ে ওঠে মুকসুদপুর পৌরসভার ৭, ৮ ও ৯ নম্বর এলাকা।
#
Leave a Reply