মুকসুদপুরে কৃষি অফিসার বাহাউদ্দিন শেখকে বিদায় সংবর্ধনা
মশিউর রহমান মিন্টু ঃ
গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মোঃ বাহাউদ্দিন শেখ বদলি জনিত ও পদোন্নতি পেয়ে ভোলা জেলায় যোগদান করতে যাচ্ছেন।
সোমবার (৩ নভেম্বর) মুকসুদপুর উপজেলা প্রেসক্লাবের পক্ষ থেকে এক হৃদয়স্পর্শী সংবর্ধনার আয়োজন করা হয়।
সদ্য বিদায়ী উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মোঃ বাহাউদ্দিন শেখ হাতে ফুলেল শুভেচ্ছা তুলে দেন মুকসুদপুর উপজেলা প্রেসক্লাবের সভাপতি ও জাতীয় সাপ্তাহিক মধুমতিকন্ঠ পত্রিকার সম্পাদক মোঃ শহিদুল ইসলাম শহীদ ও সিনিয়র সহসভাপতি মশিউর রহমান মিন্টু।
এসময় অনেকের মধ্যে উপস্থিত ছিলেন কৃষি সম্প্রসারন অফিসার আয়শা সিদ্দিকা,
সহকারী কৃষি সম্প্রসারন অফিসার মিজানুর রহমান,  উদ্ভিদ সংরক্ষণ অফিসার রুহুল কুদ্দুস।
মুকসুদপুর উপজেলা প্রেসক্লাবের সভাপতি ও জাতীয় সাপ্তাহিক মধুমতিকন্ঠ পত্রিকার সম্পাদক মোঃ শহিদুল ইসলাম শহীদ বলেন,
কৃষিবিদ মোঃ বাহাউদ্দিন শেখ ছিলেন একজন নিবেদিতপ্রাণ কর্মকর্তা। তিনি শুধু কৃষি উন্নয়নেই নয়, মানবিক ও সামাজিক কর্মকাণ্ডেও ছিলেন অগ্রগামী। তাঁর নেতৃত্বে মুকসুদপুরের কৃষি খাতে এসেছে উল্লেখযোগ্য সাফল্য।
তিনি আরো বলেন, বাহাউদ্দিন শেখ
দীর্ঘদিন ধরে মুকসুদপুর উপজেলায় সৎ, সাহসী, নিষ্ঠাবান, আন্তরিক ও দায়িত্বশীল কর্মকর্তা হিসেবে সুনামের সঙ্গে দায়িত্ব পালন করেছেন। তাঁর কর্মনিষ্ঠা, মানবিক আচরণ ও কৃষকদের প্রতি আন্তরিক সহযোগিতায় তিনি উপজেলার কৃষক সমাজসহ সাধারণ মানুষের হৃদয়ে স্থায়ী আসন গড়ে নিয়েছেন।
সদ্য বিদায়ী উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মোঃ বাহাউদ্দিন শেখ বলেন, “মুকসুদপুর আমার কর্মজীবনের স্মরণীয় অধ্যায়। এখানকার মানুষের ভালোবাসা ও সহযোগিতা চিরদিন মনে রাখবো। এই ভালোবাসাই আমার অনুপ্রেরণা।”
#
Leave a Reply