মা-বাবার কবর জিয়ারত করে নির্বাচনী প্রচার শুরু সেলিমুজ্জামানের
সাকিবুর রহমান দ্বিপু ঃ
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির মনোনয়ন পাওয়ার পর মা-বাবা ও বড় ভাইয়ের কবর জিয়ারতের মধ্য দিয়ে নির্বাচনী প্রচার শুরু করেছেন গোপালগঞ্জ-১ (কাশিয়ানী–মুকসুদপুর) আসনের বিএনপি মনোনীত প্রার্থী সেলিমুজ্জামান সেলিম।
বুধবার (৫ নভেম্বর) রাতে কাশিয়ানী উপজেলার মহেশপুর ইউনিয়নের নিজ গ্রাম পশ্চিম মাঝিগাতী জামে মসজিদের পাশে পারিবারিক কবরস্থানে গিয়ে তিনি তাঁর বাবা হাজী মোয়াজ্জেম হোসেন মিলু মোল্লা, মা হাজী ফাতেমা বেগম ও বড় ভাইয়ের কবর জিয়ারত করেন। এ সময় তাঁদের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া ও মোনাজাত করেন তিনি।
বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক সেলিমুজ্জামান সেলিম ছাত্র রাজনীতি দিয়ে তাঁর রাজনৈতিক জীবন শুরু করেন। তিনি ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের প্রথম যুগ্ম আহ্বায়ক, সিনেট সদস্য, ছাত্রদল কেন্দ্রীয় সংসদের প্রথম যুগ্ম সম্পাদক ও যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-সভাপতি।
১৯৯৮ সাল থেকে তিনি গোপালগঞ্জের কাশিয়ানী ও মুকসুদপুর উপজেলা বিএনপির নেতৃত্ব দিয়ে আসছেন। এর আগে নবম জাতীয় সংসদ নির্বাচনে গোপালগঞ্জ-১ আসনে ধানের শীষ প্রতীক নিয়ে প্রার্থী হয়েছিলেন তিনি।
সাংবাদিকদের সঙ্গে আলাপকালে সেলিমুজ্জামান সেলিম বলেন, “গোপালগঞ্জ-১ আসনে বিএনপির প্রার্থী হিসেবে মনোনয়ন পাওয়ায় সর্বপ্রথম মহান আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করছি। একই সঙ্গে দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা জানাচ্ছি। কাশিয়ানী-মুকসুদপুরের জনগণের প্রতিও আমি কৃতজ্ঞ, যারা সবসময় বিএনপির পাশে থেকেছেন।”
তিনি আরও বলেন, “গোপালগঞ্জের মানুষের গণতান্ত্রিক অধিকার ফিরিয়ে আনার লক্ষ্যে জনগণের আস্থা ও ভালোবাসা নিয়েই আমি নির্বাচনী মাঠে কাজ শুরু করেছি। ধানের শীষের বিজয়ের মাধ্যমে গোপালগঞ্জে গণতন্ত্র পুনরুদ্ধার হবে ইনশাআল্লাহ।”
এ সময় কেন্দ্রীয় যুবদলের সাবেক সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক মাহমুদুল হাসান বাপ্পি, উপজেলা বিএনপির সভাপতি, সাধারণ সম্পাদকসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
#
Leave a Reply