মুকসুদপুরে মহারাজপুর ইউনিয়ন সেচ্ছাসেবকদলের কর্মিসভা
মোঃমুঈনুল ইসলাম শুভ ঃ
গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার মহারাজপুর ইউনিয়ন সেচ্ছাসেবকদলের কর্মি সভা -২০২৫ অনুষ্ঠিত হয়েছে। ৮ নভেম্বর শনিবার বিকাল ৪ ঘটিকার সময়ে ৮ নং মহারাজপুর ইউনিয়ন সেচ্ছাসেবকদলের আয়োজনে লোহাচুড়া দাখিল মাদ্রাসা প্রাঙ্গনে মুকসুদপুর উপজেলা সেচ্ছাসেবকদলের আহ্বায়ক মেহেদী হাসান বিপ্লবের সভাপতিত্বে সদস্য সচিব আব্দুল কাইয়ূম মুন্সির সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন গোপালগঞ্জ ১ আসনের বিএনপি থেকে মনোনীত প্রর্থী বাংলাদেশ জাতীয়তাবাদী দলের কেন্দ্রীয় কমিটির সহ- সাংগঠনিক সম্পাদক সেলিমুজ্জামান সেলিম, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন মুকসুদপুর উপজেলা বিএনপির সভাপতি আব্দুস ছালাম খান, সাধারণ সম্পাদক তরিকুল ইসলাম রাজু, সাবেক উপজেলা বিএনপির সভাপতি মিজানুর রহমান লিপু মিয়া, সাবেক পৌর সভার মেয়র সাজ্জাদ করিম মন্টু, বাটিকামারী স্কুল এ্যান্ড কলেজের প্রিন্সিপল শিশির মন্ডল,সাবেক যুব দল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ- সাহিত্য ও প্রকাশনা সম্পাদক মাহামুদুল হাসান বাপ্পী, সাবেক পৌরসভার কাউন্সিলর মোয়াজ্জেম হোসেন মিন্টু, ব্যারিস্টার সাজিদ আহমেদ, পৌর বিএনপির সভাপতি আবুল বাসার টুল্টু সাধারন সম্পাদক মশিউর রহমান মিন্টু, সাংগঠনিক সম্পাদক সাইদুল ইসলাম, উপজেলা সেচ্ছাসেবকদলের যুগ্ন আহ্বায়ক মোস্তফা গাজী প্রমুখ। এসময়ে বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।অনুষ্ঠানের প্রধান অতিথি সেলিমুজ্জামান তার বক্তৃতায় বলেন এবারের নির্বাচনে ৩০০ আসনের মধ্যে বিএনপি সর্বোচ্চ আসনে বিজয় লাভ করবে এবং বিএনপি সরকার গঠন করবে। আমরা যদি গোপালগঞ্জ -১ আসনে বিজয় লাভ করতে না পারি, তাহলে আমাদের ভাগ্য উন্নয়নে কথা কে প্রতিনিধিত্ব করবে । তাই আমি অনুরোধ করবো আসুন আমরা এই এলাকার স্বার্থে, এলাকার সাধারণ জনগনের ভাগ্য উন্নয়নের স্বার্থে আগামীর বাংলাদেশ তারেক রহমানের ধানের শীষে ভোট দিয়ে এই আসনে বিজয় লাভ করে সাধারণ জনগণের পক্ষে কথা বলার সুযোগ করে দিন ।প্রধান অতিথি সেলিমুজ্জামান সেলিম তার বক্তব্যে আরো বলেন, দলের প্রতি আনুগত্য, শৃঙ্খলা ও ঐক্য বজায় রেখে সাংগঠনিক কর্মকাণ্ড আরও জোরদার করতে হবে। দলের আদর্শ ও নেতার প্রতি আনুগত্য বজায় রেখে স্বেচ্ছাসেবক দলের প্রতিটি কর্মীকে জনতার পাশে দাঁড়াতে হবে। জনগণের অধিকার রক্ষায় স্বেচ্ছাসেবক দলই হবে জনগনের সেবক।
বক্তৃতায় সেলিমুজ্জান সেলিম বলেন, “আগামী জাতীয় সংসদ নির্বাচন শুধু একটি ভোটের লড়াই নয়; এটি গণতন্ত্র পুনরুদ্ধার ও জনগনের অধিকার ফিরানোর আন্দোলন।
বক্তারা বলেন, বিএনপির ৩১ দফা বাস্তবায়ন হলে দেশের জনগণের মৌলিক অধিকার নিশ্চিত হবে এবং রাষ্ট্রের সব প্রতিষ্ঠান জনগণের কাছে জবাবদিহিতামূলক হবে
Leave a Reply