মুকসুদপুরের সালিনাবক্স দাখিল মাদ্রাসার সভাপতি ইনডিপেনডেন্ট টিভির সম্পাদক আব্দুল্লাহ আল মামুন
মোঃসাইদুজ্জামান
শিক্ষা ও উন্নয়নের অঙ্গনে নতুন দিগন্তের সূচনা হলো গোপালগঞ্জের মুকসুদপুরে। সালিনাবক্স দাখিল মাদ্রাসার ম্যানেজিং কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন জাতীয় গণমাধ্যম ইনডিপেনডেন্ট টেলিভিশনের সম্পাদক আব্দুল্লাহ আল মামুন।
বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড, ঢাকার চেয়ারম্যানের নির্দেশক্রমে রেজিস্ট্রার প্রশাসন প্রফেসর ছালেহ আহমেদের স্বাক্ষরিত এক চিঠির মাধ্যমে ৯ নভেম্বর ২০২৫ তারিখে তাকে সভাপতি হিসেবে মনোনীত করা হয়। চিঠির স্মারক নম্বর বামিশিবো/প্রশা ২২৪২৫১০৯৬৪৮১/ ১২১২৬৮।
মাদ্রাসার নতুন কমিটিতে অন্যান্য সদস্যরা হলেন- ভারপ্রাপ্ত সুপার ও সদস্য সচিব মো. আশরাফউজ্জামান, অভিভাবক সদস্য মো. জাহিদ হোসেন, মো. মিটুল শেখ, মো. সোহেল তালুকদার ও মো. সাহিন মোল্যা, সংরক্ষিত মহিলা অভিভাবক সদস্য নেহার বেগম, সাধারণ শিক্ষক সদস্য মো. এনামুল হাসান ও মো. কামরুজ্জামান, সংরক্ষিত মহিলা শিক্ষক সদস্য শান্তা ইসলাম সাথী।
সভাপতি মনোনীত হওয়ার পর প্রতিক্রিয়ায় আব্দুল্লাহ আল মামুন বলেন, “শিক্ষার মানোন্নয়ন ও অবকাঠামোগত উন্নয়নই হবে আমাদের প্রধান লক্ষ্য। শিক্ষক, অভিভাবক ও স্থানীয়দের সহযোগিতায় সালিনাবক্স দাখিল মাদ্রাসাকে একটি মডেল শিক্ষাপ্রতিষ্ঠানে পরিণত করার চেষ্টা করবো।”
ইনডিপেনডেন্ট টেলিভিশনের সম্পাদক ও সালিনাবক্স দাখিল মাদ্রাসার সভাপতি নির্বাচিত হওয়ায় মুকসুদপুর উপজেলা প্রেসক্লাবের সভাপতি ও সাপ্তাহিক মধুমতিকণ্ঠ পত্রিকার সম্পাদক মো. শহিদুল ইসলাম শহীদ এবং সাধারণ সম্পাদক ও দৈনিক জনকণ্ঠ এর মুকসুদপুর প্রতিনিধি শরিফুল রোমান আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন।
স্থানীয় শিক্ষাপ্রেমী মহল আশা করছে, নতুন সভাপতির নেতৃত্বে সালিনাবক্স দাখিল মাদ্রাসা হয়ে উঠবে মুকসুদপুরের এক উজ্জ্বল শিক্ষা প্রতিষ্ঠান।
#
Leave a Reply