1. modhumotikanthobd@gmail.com : Shohidul Islam : Shohidul Islam
  2. modhumotikantho@gmail.com : support : Shohidul Islam
সোমবার, ১০ নভেম্বর ২০২৫, ০৯:০২ অপরাহ্ন
শিরোনাম :
মুকসুদপুরে জাতীয় টাইফয়েড টিকা ক্যাম্পেইন উপলক্ষে কোঅর্ডিনেশন সভা অনুষ্ঠিত গোপালগঞ্জ জেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত মুকসুদপুরে জাতীয় টাইফয়েড টিকা ক্যাম্পেইন ২০২৫ উপলক্ষে হাসপাতাল কনফারেন্স রুমে কোঅর্ডিনেশন সভা অনুষ্ঠিত মুকসুদপুরের সালিনাবক্স দাখিল মাদ্রাসার সভাপতি ইনডিপেনডেন্ট টিভির সম্পাদক আব্দুল্লাহ আল মামুন মুকসুদপুরে মহারাজপুর ইউনিয়ন সেচ্ছাসেবকদলের কর্মিসভা ​গোপালগঞ্জে গণফোরামের ৩১ সদস্যের নতুন কমিটি ঘোষণা মুকসুদপুরে মহারাজপুর ইউনিয়ন সেচ্ছাসেবকদলের কর্মিসভা ‎“যে মনোনয়ন ঘোষণা করা হয়েছে, তা এখনো চূড়ান্ত নয়” —আলহাজ্ব এম.এ.হান্নান ‎ কোটালীপাড়ায় জনস্বার্থে প্রশাসনের অভিযানে অবৈধভাবে নির্মিত বাঁধ অপসারণ কয়ায় জনমনে স্বস্তি ৩১ দফা কর্মসূচি বাস্তবায়নের মাধ্যমে দেশে সুশাসন প্রতিষ্ঠা ও গণতন্ত্র পুনরুদ্ধারই আমাদের মূল লক্ষ্য – সেলিমুজ্জামান সেলিম

গোপালগঞ্জ জেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

  • Update Time : সোমবার, ১০ নভেম্বর, ২০২৫
  • ৪১ Time View

গোপালগঞ্জ জেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

কে এম সাইফুর রহমান, গোপালগঞ্জঃ

গোপালগঞ্জে জেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা নভেম্বর /২০২৫ অনুষ্ঠিত হয়েছে।

গোপালগঞ্জ জেলা প্রশাসনের আয়োজনে আজ রোববার (৯ নভেম্বর) বেলা সাড়ে ১১ টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষ স্বচ্ছতা’য় আয়োজিত এ সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট মুহম্মদ কামরুজ্জামান (যুগ্মসচিব)।

বিজ্ঞ অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট (এডিএম) ফারিহা তানজিন -এর সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা পুলিশ সুপার মোঃ মিজানুর রহমান, গোপালগঞ্জ অস্থায়ী সেনা ক্যাম্পের কমান্ডার মেজর জুভিন ওয়াহিদ, স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক (উপসচিব) ও গোপালগঞ্জ পৌর প্রশাসক বিশ্বজিত কুমার পাল, জেলা সিভিল সার্জন ডাঃ আবু সাঈদ মোঃ ফারুক, গোপালগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডাঃ জীবিতেষ বিশ্বাস, জেলা এনএসআই’র উপ-পরিচালক মোঃ আবু হেনা মোস্তফা কামাল, জেলা কমান্ড্যান্ট (বিভিএমএস) মুজিবুল হক, গোপালগঞ্জ জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক ডঃ মোঃ মামুনুর রহমান, জেলা মৎস্য কর্মকর্তা বিজন কুমার নন্দী, গোপালগঞ্জ সরকারি কলেজের সদ্য সাবেক অধ্যক্ষ অধ্যাপক ওহিদ আলম লস্কার, বর্তমান অধ্যক্ষ অধ্যাপক ডঃ মোঃ মহব্বত আলী, মুকসুদপুর উপজেলা নির্বাহী অফিসার (অঃ দাঃ) মোহাম্মদ গোলাম মোস্তফা, কাশিয়ানী উপজেলা নির্বাহী অফিসার পলাশ কুমার দেবনাথ, কোটালীপাড়া উপজেলা নির্বাহী অফিসার সাগুফতা হক, গোপালগঞ্জ সদর উপজেলা নির্বাহী অফিসার এম. রকিবুল হাসান, টুঙ্গিপাড়া উপজেলা নির্বাহী অফিসার ফারজানা আক্তার, গোপালগঞ্জ জেলা বিএনপির আহবায়ক বীর মুক্তিযোদ্ধা শরীফ রফিকুজ্জামান, জেলা জামায়াতে ইসলামীর আমির অধ্যাপক রেজাউল করিম, জেলা সমাজসেবা অধিদপ্তরের উপপরিচালক অসিত কুমার সাহা, সিনিয়র সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ আসাদুজ্জামান, জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের উপপরিচালক (অঃ দাঃ) লাখসানা লাকী, জেল সুপার শওকত হোসেন মিয়া, গোপালগঞ্জ সরকারি কলেজের প্রভাষক আমানত মোল্লা, গোপালগঞ্জ মহিলা কলেজের সহকারী অধ্যাপক খালিদ হোসেন, গোপালগঞ্জ বিআরটিএ’র মোটরযান পরিদর্শক জিয়া উদ্দিন, গোপালগঞ্জ চেম্বার অফ কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সভাপতি মোঃ মোশাররফ হোসেন, প্রেসক্লাব গোপালগঞ্জের সভাপতি মোঃ জুবায়ের হোসেন, গণমাধ্যমকর্মী দুলাল বিশ্বাস, গণমাধ্যম ও মানবাধিকারকর্মী কে এম সাইফুর রহমান সহ জেলা আইন-শৃঙ্খলা কমিটির অন্যান্য সদস্য /তাদের প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন।

এ সময় কমিটির সভাপতি বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট মুহম্মদ কামরুজ্জামান আগামী ফেব্রুয়ারি মাসে অনুষ্ঠিতব্য ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সকলকে সততা ও নিষ্ঠার সাথে অর্পিত দায়িত্ব পালনের আহ্বান জানান। এছাড়াও গত অক্টোবর মাসে অনুষ্ঠিত আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সবাই গৃহীত সিদ্ধান্তের আলোকে বলেন, সম্প্রতি জেলায় নারী ও শিশুদের ওপর সহিংসতা বন্ধে সংশ্লিষ্টদেরকে যথাযথ ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন, জেলার কোটালীপাড়া উপজেলায় সম্প্রতি বিভিন্ন কারণে আত্মহত্যার প্রবণতা আশঙ্কাজনক হারে বৃদ্ধি পাওয়ায় গভীর দুঃখ প্রকাশ করে পরিবার- পরিজন সহ শিক্ষা প্রতিষ্ঠানে এ বিষয়ে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে কার্যকর পদক্ষেপ গ্রহণের পরামর্শ দেন।

এছাড়া তিনি বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দদেরকে সরকারি নিয়ম-নীতির তোয়াক্কা না করে যত্রতত্র বিভিন্ন দেয়ালে এবং গাছে পেরেক ঠুকে সাইনবোর্ড, ব্যানার, পোস্টার টাঙ্গানোর সমালোচনা করেন। কেননা গাছেরও তো প্রাণ রয়েছে। পৌর এলাকার ব্যস্ততম সড়কে পৌর কর্তৃপক্ষের অনুমতি না নিয়ে তোরণ নির্মাণে বিরত থাকতে অনুরোধ জানান। এছাড়াও ঢাকা খুলনা মহাসড়কের গোপালগঞ্জ এলাকায় সড়ক দুর্ঘটনা প্রতিরোধে সংশ্লিষ্টদেরকে বিভিন্ন দিকনির্দেশনা প্রদান করেন।

এ সময় জেলা প্রশাসক চলতি সপ্তাহে ঘোনাপাড়া মোড়ে জেলা পরিষদের বাস্তবায়নে ধর্মপ্রাণ মুসল্লীদের জন্য একটি মসজিদ, বাথরুম ও অজুখানা নির্মাণ, গোপালগঞ্জ এলজিইডির বাস্তবায়নে মার্কেট নির্মাণ কাজের শুভ উদ্বোধন করবেন বলে জানিয়েছেন।

জেলা -উপজেলায় যথারীতি ভ্রাম্যমান আদালত পরিচালনা সহ বাজার মনিটরিং কমিটিকে নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের দাম সহনীয় পর্যায়ে রাখতে বিভিন্ন দিকনির্দেশনা প্রদান করেন। সভায় জনস্বার্থে শহরের লঞ্চঘাট এলাকা হতে গোপালগঞ্জ সড়ক ভবন পর্যন্ত নির্মিত ফুটপাত বিশেষ করে বড়বাজার এলাকা সংলগ্ন সড়ক ও বাজারের সামনে অবৈধভাবে গড়ে ওঠা দোকান-পাট দ্রুত দখলমুক্ত করতে পৌর কর্তৃপক্ষকে কঠোর দিক নির্দেশনা প্রদান করেন।

জেলা আইন-শৃঙ্খলা কমিটির অন্যতম সদস্য জেলা পুলিশ সুপার শহরের প্রবেশদ্বার হরিদাসপুর এলাকা থেকে গাছের মধ্যে যত্রতত্র পেরেক ঢুকিয়ে ব্যানার ফেস্টুন টাঙ্গানো, পৌর এলাকার বিভিন্ন সড়কে অবৈধ তোরণ নির্মাণ করে জনদুর্ভোগ সৃষ্টি করায় চরম ক্ষোভ জানিয়ে তা দ্রুত অপসারণসহ শহরের প্রতিটা শিক্ষা প্রতিষ্ঠানে পাঠদান কালীন সময়ে যেন কোমলমতি শিক্ষার্থীরা স্কুল ব্যাগের মধ্যে দেশীয় অস্ত্রশস্ত্র না নিয়ে আসে সেদিকে শিক্ষা প্রতিষ্ঠান সহ প্রতিটা পরিবারের অভিভাবকদেরকে যথাযথভাবে খেয়াল রাখার পরামর্শ দেন।

পরে আইন-শৃঙ্খলা কমিটির সভা শেষে জেলা প্রশাসক মুহম্মদ কামরুজ্জামান (যুগ্মসচিব) কমিটির সকল সদস্যদের সাথে নিয়ে গোপালগঞ্জ সরকারি কলেজের অধ্যক্ষ অধ্যাপক ওহিদ আলম লস্কার ও গোপালগঞ্জ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজের অধ্যক্ষ শাহনাজ রেজা এ্যানী-কে ফুলেল শুভেচ্ছা জানিয়ে সম্মাননা ক্রেস্ট প্রদান করেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2021
Design & Developed By : Modhumoti Kantho