বরগুনায় দুর্নীতি বিরোধী সমাজিক আন্দোলন জোরদার করণে এসিজি ও ইয়েস সদস্যদের অরিয়েন্টেশন।
মোঃ শাহজালাল, বরগুনা প্রতিনিধি।।
নতুন এসিজি ও ইয়েস সদস্যদের নিয়ে বরগুনা সনাকের আয়োজনে টিআই, টিআইবি ও স্বেচ্ছাসেবী দুর্নীতিবিরোধী সামাজিক আন্দোলন বিষয়ক ওরিয়েন্টেশন অনুষ্ঠিত হয়।
মঙ্গলবার (১১ নভেম্বর) সকাল ৯ টায় হোটেল বে অব বেঙ্গলে এ ওরিয়েন্টেশন অনুষ্ঠিত হয়।
ওরিয়েন্টেশনে বরগুনা সনাকের সভাপতি অ্যাডভোকেট আনিসুর রহমান তার স্বাগত বক্তব্যে দুর্নীতির বিরুদ্ধে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান নতুন এসিজি ও ইয়েস সদস্যদের।
ওরিয়েন্টেশনে উপস্থিত ছিলেন, বরগুনা সনাকের সভাপতি এডভোকেট আনিসুর রহমান, সহ-সভাপতি ডাঃ মনিজা, হাজী মোঃ হারুনর রশীদ, ক্রাই বিষয়ে উপ কমিটির আহবায়ক হামিদা বেগম, বরগুনা সনাকের এরিয়া কোঅর্ডিনেটর – সিই মোঃ নাজমুল হোসেন খান, নতুন এসিজি ও ইয়েস সদস্যবৃন্দ।
ওরিয়েন্টেশনে টিআইবির লক্ষ্য ও উদ্দেশ্য, টিআই, টিআইবির পরিচিতি, এসিজি ও ইয়েস অপারেশন গাইডলাইন, টিআইবির নৈতিক আচারণবিধি, টিআইবির যৌন হয়রানির অভিযোগ ও প্রতিকার এবং সুরক্ষা নীতিমালা নিয়ে আলোচনা করেন বরগুনা সনাকের এরিয়া কোঅর্ডিনেটর – সিই মোঃ নাজমুল হোসেন খান।
নাগরিক হিসেবে সামাজিক দায়বদ্ধতা ও স্বেচ্ছাসেবী দুর্নীতিবিরোধী আন্দোলন নিয়ে আলোচনা করেন বরগুনা সনাকের পরিবেশ বিষয়ক উপ-কমিটির আহবায়ক মনির হোসেন কামাল।
ওরিয়েন্টেশন শেষে নতুন এসিজি ও ইয়েস সদস্যদের দুর্নীতিবিরোধী শপথ পাঠ করান, বরগুনা সনাকের সহ সভাপতি হাজী হারুনর রশীদ।
Leave a Reply