মুকসুদপুরের বনগ্রাম বাজারে সেলিমুজ্জামান সেলিমের গণসংযোগ
মোঃমুঈনুল ইসলাম শুভ ঃ
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে গোপালগঞ্জ-১ (মুকসুদপুর-কাশিয়ানী) আসনে বিএনপি মনোনীত প্রার্থী, দলের জাতীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক সেলিমুজ্জামান সেলিম বৃহস্পতিবার (১২ নভেম্বর) মুকসুদপুরের বনগ্রাম বাজার এলাকায় গণসংযোগ করেন।
এ সময় তিনি বাজারের দোকানপাট ও আশেপাশের এলাকা ঘুরে স্থানীয় ব্যবসায়ী ও সাধারণ মানুষের সঙ্গে কুশল বিনিময় করেন এবং ধানের শীষে ভোট প্রার্থনা করেন।
গণসংযোগকালে সেলিমুজ্জামান সেলিম বলেন, “দেশে গণতন্ত্র ফিরিয়ে আনতে, জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠা করতে ধানের শীষের বিজয় প্রয়োজন। আমি এই এলাকার সন্তান, আপনাদের পাশে ছিলাম, আছি, ভবিষ্যতেও থাকবো। পরিবর্তনের এই যাত্রায় আপনাদের সহযোগিতা চাই।”
স্থানীয় নেতাকর্মীদের উপস্থিতিতে বাজার এলাকায় প্রাণবন্ত পরিবেশ সৃষ্টি হয়। বিএনপি ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীরা প্রচারণায় অংশ নেন এবং হাতে ধানের শীষের প্রতীক নিয়ে সাধারণ জনগণের দৃষ্টি আকর্ষণ করেন।
গণসংযোগে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি আব্দুস ছালাম খান, সাধারণ সম্পাদক তারেকুল ইসলাম রাজু, সাবেক সভাপতি মিজানুর রহমান লিপু, পৌর বিএনপির সভাপতি আবুল বাশার টুলটু বিশ্বাস, সাধারণ সম্পাদক মশিউর রহমান মিন্টু, যুবদলের কেন্দ্রীয় নেতা মাহামুদুল হাসান বাপ্পী, উপজেলা বিএনপির
সহসভাপতি মাহাবুবুল আলম হিরু,
যুগ্ম সম্পাদক মহিউল আলম পৃথ্বীরাজ, সাংগঠনিক সম্পাদক সাহিদুল ইসলাম সাহিদ,
দপ্তর সম্পাদক আব্দুল কাইয়ুম শরীফ,
গোবিন্দপুর ইউপি চেয়ারম্যান ওয়ায়দুর ইসলাম, উপজেলা যুবদলের সদস্য সচিব মাহফুজ হাসান, যুগ্ম আহবায়ক কামরুজ্জামান স্বপন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মেহেদী হাসান বিপ্লব, সদস্য সচিব আব্দুল কাইয়ুম মুন্সী, উপজেলা ছাত্রদলের সভাপতি হাবিবুর রহমান রইন
সাধারণ সম্পাদক জোবায়ের মাতুব্বর, পৌর ছাত্রদলের সভাপতি আশিক মুন্সী, সাধারণ সম্পাদক শাকিল শরীফ, সাংগঠনিক সম্পাদক অন্তর বিশ্বাস, সরকারি মুকসুদপুর কলেজ ছাত্রদলের সভাপতি মেহেদী মুন্সী, সাধারণ সম্পাদক মহাসিন মোল্যাসহ আরও অনেকে।
গণসংযোগ চলাকালে জনগণের সঙ্গে আলাপচারিতায় সেলিমুজ্জামান সেলিম এলাকাবাসীর নানা সমস্যা শোনেন এবং নির্বাচিত হলে এলাকার উন্নয়ন ও জনগণের কল্যাণে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।
#
Leave a Reply