জাতীয় নির্বাচনের আগে গণভোট ও পিআর পদ্ধতিতে নির্বাচনের দাবিতে গোপালগঞ্জে জামায়াতের বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত
নিজস্ব প্রতিনিধিঃ
জাতীয় নির্বাচন শুরু হওয়ার আগে গণভোট এবং পিআর পদ্ধতিতে নির্বাচন সহ ৫ দফা দাবি আদায়ের লক্ষ্যে আজ শুক্রবার (১৪ নভেম্বর) আছর নামাজে পর গোপালগঞ্জ শহরের গেটপাড়া থেকে বিক্ষোভ মিছিল শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে লঞ্চঘাটে গিয়ে শেষ হয়। শান্তিপূর্ণ এ বিক্ষোভ সমাবেশে ৮ ইসলামী দল অংশগ্রহণ করে।
বিক্ষোভ সমাবেশে নেতৃত্ব দেন নিরবচ্ছিন্নভাবে ২৬ বছর গোপালগঞ্জ জামায়াতের জেলা আমির হিসেবে দায়িত্ব পালন করা বর্তমান ফরিদপুর আঞ্চলিক টিম মেম্বার এবং কেন্দ্রীয় কমিটির কার্যকরী সদস্য ও গোপালগঞ্জ-২ আসনে জামাত মনোনীত এমপি প্রার্থী অ্যাডভোকেট আজমল হোসেন সরদার। তার উপস্থিতি পুরো মিছিলে এনে দেয় এক অনন্য শক্তি, আশা এবং দৃঢ় মনোবল।
সাথে ছিলেন জেলা জামায়াতের সভাপতি অধ্যাপক মোঃ রেজাউল করিম, সেক্রেটারি আল মাসুদ খান এবং বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ সহ ইসলামী ৮ দলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ যারা জনগণের অধিকার প্রতিষ্ঠার এই আন্দোলনে নিজেদের অবস্থান স্পষ্টভাবে তুলে ধরেন।
বিক্ষোভ মিছিলে গোপালগঞ্জের সাধারণ মানুষ নিজেরাই রাস্তায় নেমে আসে, দাঁড়িয়ে থাকে দুপাশে, হাততালি দিয়ে জানায় সমর্থন। তাদের চোখে ছিলো আশা, কণ্ঠে ছিলো পরিবর্তনের দাবি। জনস্রোতের এই অবিচল সমর্থন মিছিলটিকে রূপ দেয় শান্তিপূর্ণ গণজাগরণে।
Leave a Reply