মুকসুদপুরে ব্যাডমিন্টন খেলাকে কেন্দ্র করে নিহত-১
নিজস্ব প্রতিনিধিঃ গোপালগঞ্জের মুকসুদপুরে ব্যাডমিন্টন খেলাকে কেন্দ্র করে একজন নিহত হয়েছেন। গতকাল ১৯ নভেম্বর রাত ২.৩০ মিনিট এর সময়ে গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার দিঘনগর ইউনিয়নের বরইহাট গ্রামে এই ঘটনা ঘটে, পুলিশ ও স্হায়ী সুত্রে জানা যায় বরই হাট গ্রামের জয়নাল শেখের নতুন বাড়ির উঠানে বালুর মধ্যে গ্রামের শিশু কিশোররা ব্যাডমিন্টন খেলার জন্য মাঠ তৈরি করে নিয়মিত খেলা ধুলা করে আসছিলো, গতকাল ১৯ নভেম্বর রাত ২.৩০ মিনিট এর সময়ে খেলার জয় পরাজয় নিয়ে পরাজিত খেলোয়াড় বরই হাট গ্রামের ইয়াসিন শেখ (১৩) পিতা আশরাফ আলী শেখ এর পরিহিত সেন্ডেলে শিশু অপরাধী রিফাত (১৫) পিতা জামাল শেখ পা দিয়ে পারা দেওয়া কে কেন্দ্র করে উভয়ের মধ্যে কথা কাটাকাটির এক পর্যায়ে রিফাত শেখ ভিকটিম ইয়াছিন শেখ কে কিল-ঘুষি মারে একপর্যায়ে ব্যাডমিন্টন খেলার ব্যাট দিয়ে আঘাত করলে ব্যাডের মাথার অংশ ভঙ্গিয়া যায়, ব্যাটের অবশিষ্ট অংশের লোহার রড দিয়ে বাম কানের নিচে কাঁধের মধ্যে সজোড়ে আঘাত করলে উক্ত ভিকটিম ইয়াছিন শেখ এর রক্তক্ষরণ হয়।প্রথমে চিকিৎসার জন্য রাজৈর হাসপাতালে নিলে ভিকটিমের অবস্থা আশঙ্কা জনক হওয়ায় পরবর্তীতে ঢাকা মেডিকেলে নিওয়ার পথে ইয়াসিন( ১৩) এ্যাম্বুলেন্সের মধ্যেই রাত আনুমানিক ৩ ঘটিকার সময়ে মৃত্যুর কোলে ঢোলো পড়ে।উক্ত ঘটনায় ইয়াসিন ও তার পরিবার পলাতক রয়েছে। সংবাদ পেয়ে সিন্দিয়াঘাট পুলিশ ফাড়ির ইনচার্জ সঙ্গীয় ফোর্স নিয়ে পৌঁছে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে আনে।ঘটনা স্থলের পরিস্তিতি স্বাভাবিক রয়েছে। এখানে উল্লেখ্য উভয়ের বাড়ি দিঘনগর ইউনিয়ন বরই হাট গ্রামে।
Leave a Reply