ফরিদগঞ্জ কেন্দ্রীয় সমবায় সমিতি লিঃ এর নির্বাচনে সভাপতি পদে ফরম কিনলেন আব্দুল খালেক পাটোয়ারী
মোঃ নাঈম হোসেন পলোয়ান,ফরিদগঞ্জ :
ফরিদগঞ্জ উপজেলা কেন্দ্রীয় সমবায় সমিতি লিমিটেডের আসন্ন ব্যবস্থাপনা কমিটির নির্বাচন ২০২৫ এ সভাপতি পদে নির্বাচন করার জন্য মনোনয়ন ফরম কিনেছেন ফরিদগঞ্জ উপজেলা বিএনপি’র যুগ্ন আহবায়ক আব্দুল খালেক পাটোয়ারী।
মঙ্গলবার (২৫-১১-২৫) তারিখ দুপুরে উপজেলা বিএনপি ও বিএনপির বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের অসংখ্য নেতাকর্মী এবং তার অনুসারীদের সাথে নিয়ে ফরিদগঞ্জ উপজেলা কেন্দ্রীয় সমবায় সমিতি লিমিটেডের অফিস থেকে তার মনোনয়নপত্র সংগ্রহ করেন।
এ সময় সভাপতি প্রার্থী আব্দুল খালেক পাটোয়ারীর সাথে উপস্থিত ছিলেন সাবেক পৌর বিএনপি’র সভাপতি ও জেলা বিএনপির সদস্য হারুনুর রশিদ, ফরিদগঞ্জ বাজার কমিটির সাধারণ সম্পাদক মিজানুর রহমান, ফরিদগঞ্জ কেন্দ্রীয় সমবায় সমিতি লিমিটেডের ডাইরেক্টর মামুনুর রশিদ (মনা), উপজেলা বিএনপি’র সদস্য জহিরুল ইসলাম, উপজেলা কৃষকদলের সভাপতি সালেহ আহমদ কবিরাজ, সাধারণ সম্পাদক জাহাঙ্গীর হোসেন পাটোয়ারী, পৌর বিএনপি’র যুগ্ন আহবায়ক সিরাজুল ইসলাম পাটোয়ারী, পৌর ৩ নং ওয়ার্ড বিএনপির সভাপতি বাবুল মিয়াজী, বিএনপি নেতা মোঃ আমির হোসেন, মানিকুর রহমান মানিক সহ অনেকে।
উল্লেখ্য; ফরিদগঞ্জ কেন্দ্রীয় সমবায় সমিতি লিমিটেডের ব্যবস্থাপনা কমিটির নির্বাচনে মনোনয়ন ফরম বিতরণের শেষ দিন ২৬ -১১-২০২৫ তারিখ, মনোনয়ন ফরম দাখিলের শেষ দিন ১-১২-২০২৫ তারিখ, যাচাই বাছাই হবে ২-১২-২৫ তারিখ, প্রার্থিতা প্রত্যাহার ১৪-১২-২৫ তারিখ, প্রতীক বরাদ্দ হবে ১৫-১২-২০২৫ তারিখ এবং ভোট গ্রহণ ও চূড়ান্ত ফলাফল ঘোষণা করা হবে ২৩-১২-২০২৫ তারিখে। উক্ত নির্বাচনে মোট ১৯৮ টি সমবায় সমিতি ভোট প্রদান করবেন।
Leave a Reply