গোপালগঞ্জে ডা. কে এম বাবরের জনসভা অনুষ্ঠিত
রিকি শেখ গোপালগঞ্জ জেলা প্রতিনিধি :
বুধবার (২৬ নভেম্বর, ২০২৫) বিকেলে কাঠি বাজার ঈদগাহ মাঠে ডা. কে এম বাবরের জনসভা অনুষ্ঠিত হয়েছে।
এই জনসভায় শত শত কর্মী ও সমর্থক উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে উপস্থিত প্রধান অতিথি ছিলেন ডা. কে এম বাবর।
সভায় সভাপতিত্ব করেন শেখ ওসিকুর রহমান
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সাজ্জাদ হোসেন হীরা
বিএনপি নেতা অ্যাডভোকেট আবুল খায়ের, উপজেলা বিএনপি সভাপতি শিকদার শহিদুল ইসলাম লেলিন, সদর উপজেলা সাধারণ সম্পাদক ফজলুল কবির দারা, আজিজুর রহমান বেনা
,অ্যাডভোকেট তৌফিক এবং
কাঠি ইউনিয়নের চেয়ারম্যান কামরুল ইসলাম, মাঝিগাতি ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মুকসুদ খা ছাড়াও ছাত্রদল, যুবদল এবং স্থানীয় বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
ডা. কে এম বাবর বলেন গোপালগঞ্জের স্বাস্থ্যসেবা সংকট নিরসনে কাজ করার অঙ্গীকার করেছেন এম বাবর। সাধারণ মানুষের ভালোবাসা ও দোয়া নিয়ে তিনি শিক্ষা, স্বাস্থ্য ও অবকাঠামো উন্নয়নকে অগ্রাধিকার দিয়ে সর্বদা জনগণের পাশে থাকতে চান। তাঁর চিকিৎসা অভিজ্ঞতা এ খাতে নতুন দিগন্ত উন্মোচন করবে এবং জনগণের দোরগোড়ায় সেবা পৌঁছে দিতে তিনি সবাইকে পাশে থাকার আহ্বান জানান।
Leave a Reply