গোপালগঞ্জ প্রেসক্লাবের উদ্যোগে সদর উপজেলা নির্বাহী অফিসার এম রকিবুল হাসানকে বিদায়ী সংবর্ধনা প্রদান
গোপালগঞ্জ প্রতিনিধিঃ
গোপালগঞ্জ সদর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) এম. রকিবুল হাসানকে বিদায়ী সংবর্ধনা দিয়েছেন গোপালগঞ্জ প্রেসক্লাব (জিপিসি) -এর সাংবাদিকরা।
গোপালগঞ্জ সদর উপজেলা পরিষদ মিলনায়তনে সোমবার (১ ডিসেম্বর) সন্ধ্যা ৭টায় উপজেলা নির্বাহী অফিসার এম. রকিবুল হাসানকে এ সংবর্ধনা প্রদান করা হয়।
গোপালগঞ্জ প্রেসক্লাব (জিপিসি ‘র) সভাপতি মোঃ মোজাহারুল হক বাবলুর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন, সহ সভাপতি ও দৈনিক মানবকণ্ঠ পত্রিকার জেলা প্রতিনিধি আহম্মদ আলী খান, ক্লাবের সাধারণ সম্পাদক ও মানবজমিন পত্রিকার প্রতিনিধি মুন্সী সাদেকুর রহমান শাহীন, সাংগঠনিক সম্পাদক, দৈনিক বাংলাদেশ সমাচার পত্রিকার নিজস্ব প্রতিনিধি ও দৈনিক ভোরের দর্পণ, দৈনিক সংবাদ সারাবেলা ও দ্যা ডেইলি ইন্ডাস্ট্রি পত্রিকার গোপালগঞ্জ প্রতিনিধি কে এম সাইফুর রহমান, ক্লাবের মহিলা বিষয়ক সম্পাদক ও দৈনিক আমাদের কন্ঠ পত্রিকার জেলা প্রতিনিধি নিসা আক্তার দিনা, নির্বাহী সদস্য ও দৈনিক নয়া দিগন্ত পত্রিকার কোটালীপাড়া উপজেলা প্রতিনিধি রনি আহম্মেদ, দৈনিক বাংলার নবকন্ঠ, দৈনিক পর্যবেক্ষণ ও দ্যা মর্নিং গ্লোরি পত্রিকার প্রতিনিধি কাজী ফারদিন রহমান উপস্থিত ছিলেন।
এছাড়াও সংবর্ধনা অনুষ্ঠানে জিপিসি ক্লাবের কার্যনির্বাহী কমিটির সদস্যদের পাশাপাশি বিপুল সংখ্যক সাধারণ সদস্যরাও উপস্থিত ছিলেন।
সংবর্ধনা অনুষ্ঠানের আলোচনায় গোপালগঞ্জ প্রেসক্লাব (জিপিসি)’র সাংবাদিকরা গাজীপুর জেলায় অতিরিক্ত জেলা প্রশাসক পদে সদ্য পদোন্নতি পাওয়া বিদায়ী উপজেলা নির্বাহী অফিসারের বিভিন্ন ভালো কাজের প্রশংসা করেন। অনুষ্ঠান শেষে নির্বাহী অফিসার এম. রকিবুল হাসানকে ফুল ও ক্রেস্ট দিয়ে সংবর্ধিত করা হয়।
উল্লেখ্য, গোপালগঞ্জ সদর উপজেলার নির্বাহী অফিসার এম. রকিবুল হাসান তার ভালো কাজের মাধ্যমে খুব অল্প সময়ে গোপালগঞ্জের সকল শ্রেণি-পেশার মানুষের ব্যাপক প্রশংসা অর্জন করে ছিলেন।
সম্প্রতি তিনি সহকারী সচিব থেকে পদোন্নতি পেয়ে উপসচিব হিসেবে গাজীপুর জেলা প্রশাসন কার্যালয়ে পদায়িত হয়েছেন।
Leave a Reply