মুকসুদপুরে ১৪ ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবস-২০২৫ এবং ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতিমুলক আলোচনা সভা অনুষ্ঠিত।
খান মাহমুদ রাজু ঃ
গোপালগঞ্জের মুকসুদপুরে ১৪ ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবস -২০২৫ এবং ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষে ৩ ডিসেম্বর বুধবার সকাল ১১ টার সময়ে মুকসুদপুর উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা বিজয় সভাকক্ষে প্রস্তুতিমুলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা নির্বাহী (অতিরিক্ত) অফিসার মোহাম্মদ আবুল হাছনাতের সভাপতিত্বে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি অফিসার মিজানুর রহমান, উপজেলা প্রানী সম্পাদক কর্মকর্তা ডাঃজাহাঙ্গীর আলম, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃশাহাদৎ হোসেন, উপজেলা মৎস্য অফিসার মোঃসাইদুল ইসলাম, উপজেলা নির্বাচন অফিসার মোঃনুরু আলম, উপজেলা যুব উন্নয়ন অফিসার সায়েদ উদ্দীন আহমেদ, উপজেলা আইসিটি অফিসার আবদুল বাতেন, সরকারি মুকসুদপুর কলেজ এর প্রভাষক মাহবুব হাসান বাবর,উপজেলা বিএনপির সভাপতি আব্দুস ছালাম খান, সাধারন সম্পাদক মোঃতরিকুল ইসলাম রাজু, পৌর বিএনপির সাধারণ সম্পাদক ও উপজেলা প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি মোঃ মশিউর রহমান মিন্টু, সরকারি এসজে উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুনিল মন্ডল, মুকসুদপুর উপজেলা প্রেসক্লাবের সভাপতি ও জাতীয় সাপ্তাহিক মধুমতি কন্ঠ পত্রিকার সম্পাদক শহিদুল ইসলাম, মুকসুদপুর প্রেসক্লাবের সভাপতি মোঃছিরু মিয়া, উপজেলা রিপোটার্স ইউনিটির সভাপতি তরিকুল ইসলাম, মুকসুদপুর উপজেলা শিল্পকলা একাডেমির সাধারন সম্পাদক মোস্তাফিজুর রহমান সেলিমসহ বিভিন্ন দপ্তরের প্রধানগন এবং বিভিন্ন প্রিন্টস ও ইলেকট্রনিক মিডিয়ায় সাংবাদিকবৃন্দ।সভায় মহান বিজয় দিবস ও শহীদ বুদ্ধিজীবী দিবস যথাযথ ও সুশৃঙ্খলভাবে উদযাপনের লক্ষ্যে বিস্তারিত আলোচনার পাশাপাশি প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (অতিরিক্ত) মোহাম্মদ আবুল হাসনাত।
Leave a Reply