মুকসুদপুর উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক মোস্তফা গাজীর ইন্তেকাল
মুকসুদপুর(গোপালগঞ্জ)প্রতিনিধিঃ
গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক মোস্তফা গাজী আর আমাদের মাঝে নেই। বৃহস্পতিবার ভোররাত আনুমানিক ৩টা ২০ মিনিটে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে তিনি ইন্তেকাল করেন ( ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
বৃহস্পতিবার বাদ যোহর মহারাজপুর উচ্চ বিদ্যালয় মাঠে মরহুমের নামাজে জানাযা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।
মোস্তফা গাজীর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক সেলিমুজ্জামান সেলিম, উপজেলা বিএনপির সভাপতি আব্দুস ছালাম খান, সাধারণ সম্পাদক তারেকুল ইসলাম রাজু, মুকসুদপুর পৌরসভার সাবেক মেয়র সাজ্জাদ করিম মন্টু, মুকসুদপুর পৌর বিএনপির সভাপতি আবুল বাশার টুলটু বিশ্বাস, সাধারণ সম্পাদক মশিউর রহমান মিন্টু, যুবদলের কেন্দ্রীয় নেতা মাহামুদুল হাসান বাপ্পী, মহারাজপুর ইউপি চেয়ারম্যান সালাহউদ্দীন আহম্মেদ, উপজেলা যুবদলের আহবায়ক মোঃ আসাদ শিকদার, সদস্য সচিব মাহফুজ হাসান, পৌর যুবদলের আহবায়ক
মোঃ সাইফুজ্জামান লিটন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মেহেদী হাসান বিপ্লব এবং সদস্য সচিব আব্দুল কাইয়ুম মুন্সী।উপজেলা ছাত্র দলের সভাপতি হাবিবুর রহমান রইন, সাধারণ সম্পাদক মোঃজোবায়ের মাতুব্বর, পৌর ছাত্র দলের সভাপতি আশিকুর রহমান মুন্সি, সরকারি মুকসুদপুর কলেজ এর ছাত্র দলের সভাপতি মেহেদী মুন্সি, সাধারণ সম্পাদক মহসিন মোল্লা।
এছাড়াও মুকসুদপুর উপজেলা প্রেসক্লাবের সভাপতি ও জাতীয় সাপ্তাহিক মধুমতিকন্ঠের সম্পাদক শহিদুল ইসলাম শহীদ এবং সাধারণ সম্পাদক ও দৈনিক জনকন্ঠ পত্রিকার মুকসুদপুর প্রতিনিধি শরিফুল রোমান শোকাহত পরিবারের সদস্যদের প্রতি শোক ও সমবেদনা জানিয়েছেন।
#
Leave a Reply