মোস্তফা গাজীর কবর জিয়ারত করলেন বিএনপি প্রার্থী সেলিমুজ্জামান সেলিম
খান মাহমুদ রাজু ঃ
গোপালগঞ্জ-১ (কাশিয়ানী-মুকসুদপুর) আসনের বিএনপি মনোনীত জাতীয় সংসদ সদস্য প্রার্থী ও বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক সেলিমুজ্জামান সেলিম শুক্রবার পবিত্র জুমার নামাজ আদায়ের পর মুকসুদপুর উপজেলা স্বেচ্ছাসেবকদলের যুগ্ম আহ্বায়ক মরহুম মোস্তফা গাজীর কবর জিয়ারত করেন।
এ সময় তিনি মরহুমের রুহের মাগফিরাত কামনা করে দোয়া প্রার্থনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের খোঁজ-খবর নেন। সেলিমুজ্জামান সেলিম বলেন, “মোস্তফা গাজী ছিলেন দলের নিবেদিতপ্রাণ একজন কর্মী। তাঁর মৃত্যু মুকসুদপুরের বিএনপি পরিবারকে গভীর শোকে নিমজ্জিত করেছে।”
তার সঙ্গে বিএনপির স্থানীয় নেতাকর্মীরাও উপস্থিত ছিলেন। কবর জিয়ারত শেষে তারা মরহুমের পরিবারকে সান্ত্বনা প্রদান করেন।
#
Leave a Reply