নতুন বাংলাদেশ বিনির্মাণে ধানের শীষের প্রার্থীকে বিজয়ী করতে হবে
– সেলিমুজ্জামান সেলিম
আশিকুর রহমান মুন্সি ঃ
গোপালগঞ্জ-১ আসনে বিএনপি মনোনীত প্রার্থী ও কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক সেলিমুজ্জামান সেলিম বলেছেন, আগামীর বাংলাদেশ গড়তে আমাদের প্রিয় নেতা তারেক রহমান যে ৩১ দফা ঘোষণা করে জাতির কাছে নতুন স্বপ্ন উপহার দিয়েছেন, সেই স্বপ্ন বাস্তবায়নে তৃণমূলের নেতাকর্মীদের গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে হবে।
তিনি বলেন, কিছু মুখোশধারী নেতার চক্রান্ত ও ষড়যন্ত্র থাকলেও তৃণমূলের নেতাকর্মীরাই দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের মনোনীত প্রার্থীকে বিজয়ীর মুকুট পরাবেন, এ বিশ্বাস তিনি মনেপ্রাণে ধারণ করেন।
শুক্রবার (৫ ডিসেম্বর) বিকেলে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে কাশিয়ানীর আড়পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে মহেশপুর ইউনিয়নের ৫ নং ওয়ার্ড বিএনপি আয়োজিত নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
সেলিমুজ্জামান সেলিম বলেন, আগামী ফেব্রুয়ারির ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন দেশের ইতিহাসে একটি ভিন্ন ও গুরুত্বপূর্ণ নির্বাচন হতে যাচ্ছে। তিনি বলেন, ২০০৮ সালে সাজানো নির্বাচন, ২০১৪ সালে ১৫৩ জন বিনাভোটে জয়ী, ২০১৮ সালে দিনের ভোট রাতে এবং ২০২৪ সালে আই-ডামি নির্বাচন আমরা দেখেছি। কিন্তু আগামী নির্বাচন আর এমন হবে না। এই নির্বাচন হবে জাতির ভবিষ্যৎ পুনর্গঠনের পথচিত্র।
তিনি আরও বলেন, আমরা যারা নিপীড়ন-নির্যাতনের শিকার হয়েছি, আমরা প্রতিশোধের রাজনীতি করি না। শান্ত পরিবেশকে অশান্ত করতে যারা চাইবে, তাদের ব্যাপারে সবাইকে সজাগ থাকতে হবে। আমি সম্প্রীতির রাজনীতিতে বিশ্বাসী, কোনো দাঙ্গা-হাঙ্গামার রাজনীতি করি না।
আগামী নির্বাচনে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়ে তিনি বলেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং আমাদের প্রিয় নেতা তারেক রহমানের মনোনীত প্রার্থীকে জয়ী করতে হলে তৃণমূল নেতাকর্মীদের ঐক্যই হবে সবচেয়ে বড় শক্তি। নানা ষড়যন্ত্র-চক্রান্তের মধ্যেও আমাদের ধানের শীষকে এগিয়ে নিতে হবে।
তিনি আরও বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান যে বাংলাদেশের স্বপ্ন দেখতেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়া যে গণতান্ত্রিক বাংলাদেশ নির্মাণে সংগ্রাম করছেন এবং প্রিয় নেতা তারেক রহমান যে নতুন বাংলাদেশের রূপকার, সেই স্বপ্ন পূরণে আমাদের সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে।
মহেশপুর ইউনিয়ন বিএনপির সভাপতি শাহাদাৎ চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত জনসভায় আরও উপস্থিত ছিলেন কাশিয়ানী উপজেলা বিএনপির সভাপতি মো. গোলাম মোস্তফা, সাধারণ সম্পাদক শেখ মো. সেলিম, যুবদলের কেন্দ্রীয় কমিটির সাবেক সাহিত্য ও প্রকাশনা সম্পাদক মাহমুদুল হাসান বাপ্পীসহ উপজেলা ও ইউনিয়ন বিএনপি এবং অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।
#
Leave a Reply