কাশিয়ানী উপজেলার বিভিন্ন ভোট কেন্দ্র পরিদর্শন করেছেন নবযোগদানকৃত ডিসি মোঃ আরিফ -উজ-জামান
কাজী সেলিম নয়ন,
গোপালগঞ্জ প্রতিনিধিঃ
গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার বিভিন্ন ভোট কেন্দ্র পরিদর্শন করেছেন নবযোগদানকৃত জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট মোঃ আরিফ -উজ-জামান।
শনিবার (০৬ ডিসেম্বর) দিনব্যাপী তিনি কাশিয়ানী উপজেলার ১৫৯ নং মহানাগ সরকারি প্রাথমিক বিদ্যালয়, ১১৫ নং মাজড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, ২৪ নং হরিদাশপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, ১৫ নং পারুলিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, সাজাইল গোপীমোহন বহুমুখী উচ্চ বিদ্যালয় এবং ৪০ নং তিতাগ্রাম-শিবপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়সহ বিভিন্ন ভোটকেন্দ্র পরিদর্শন করেন।
এ সময় গোপালগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) শোভন সরকার, কাশিয়ানী উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) পলাশ কুমার দেবনাথ, সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আতাউর রহমান উপস্থিত ছিলেন।
Leave a Reply