গোপালগঞ্জে জেলা ছাত্রদল সভাপতির ওপর হামলা
রিকি শেখ গোপালগঞ্জ জেলা প্রতিনিধি:
গোপালগঞ্জে হামলার শিকার হলেন জেলা ছাত্রদলের সভাপতি মিকাইল হোসেন।
গতকাল, বুধবার (১০ ডিসেম্বর) সন্ধ্যায় সদর উপজেলার সাভানা ইকোপার্ক অ্যান্ড রিসোর্টের সামনে এই ঘটনা ঘটে।
আহত অবস্থায় মিকাইল হোসেনকে ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
মিকাইল হোসেন জানান, পার্কে মোটরসাইকেল প্রবেশ নিয়ে এক স্টাফের সঙ্গে তার কথা-কাটাকাটি হয়।
পার্ক ম্যানেজার বিষয়টি মীমাংসা করে দিলেও, পার্ক থেকে বের হওয়ার সময় অজ্ঞাতপরিচয় লোকেরা তার ওপর হামলা চালায়।
হামলাকারীরা লাঠি ও কিলঘুষি মেরে তাকে গুরুতর আহত করে বলে অভিযোগ করেন তিনি।
পুলিশ পরে তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়।
বৌলতলী পুলিশ তদন্ত কেন্দ্রের পরিদর্শক আফজাল হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।পুলিশের ভাষ্যমতে, কথা-কাটাকাটির এক পর্যায়ে সভাপতির সঙ্গে থাকা এক যুবক পার্কের স্টাফকে চড় মেরেছিলেন।পরে স্থানীয় লোকজন ও পার্কের স্টাফরা তার ওপর হামলা করে এ ঘটনায় এখনো থানায় কোনো অভিযোগ দায়ের হয়নি।
Leave a Reply