বাইউস্টে পোস্টার প্রেজেন্টেশন কম্পিটিশন – ২০২৫ অনুষ্ঠিত
কুমিল্লা জেলা প্রতিনিধিঃ
০৮ ডিসেম্বর ২০২৫, কুমিল্লা:
বাংলাদেশ আর্মি ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অব সায়েন্স এন্ড টেকনোলজি (বাইউস্ট)-এ তৃতীয়বারের মতো অনুষ্ঠিত হলো পোস্টার প্রেজেন্টেশন কম্পিটিশন – ২০২৫।
সোমবার (৮ ডিসেম্বর ২০২৫) বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ভবনের প্লাজা এরিয়ায় এই প্রতিযোগীতা অনুষ্ঠিত হয়। এতে বিশ্ববিদ্যালয়ের ছয়টি বিভাগ হতে নির্বাচিত ২০টি গবেষণা পোস্টার নিয়ে প্রতিযোগীরা অংশগ্রহণ করেন।
প্রতিযোগিতার প্রথম পর্ব শুরু হয় সকাল ৯:৩০ ঘটিকায়, যেখানে বিচারকমণ্ডলী বেলা ১২:০০ ঘটিকা পর্যন্ত প্রতিটি পোস্টার ঘুরে ঘুরে পর্যবেক্ষণ করেন ও মূল্যায়ন করেন। শিক্ষার্থীদের গবেষণাপত্র উপস্থাপন এবং উত্তরদানের দক্ষতায় বিচারকেরা মুগ্ধ হন বলে আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়।
দ্বিতীয় পর্ব শুরু হয় দুপুর ২:০০ ঘটিকায়, যেখানে বিশ্ববিদ্যালয়ের সম্মানিত উপাচার্য ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ নূর হোসেন, বিএসপি, পিএসসি বিশেষ অতিথিদের নিয়ে প্রতিযোগীদের উপস্থাপনাগুলো ঘুরে ঘুরে দেখেন এবং গবেষকদের সঙ্গে মতবিনিময় করেন।
পরবর্তীতে আয়োজিত পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রতিটি বিভাগের বিজয়ীদের হাতে সনদপত্র ও পুরস্কার তুলে দেন উপাচার্য মহোদয়। প্রধান অতিথির বক্তব্যে তিনি অংশগ্রহণকারীদের গবেষণায় আগ্রহ এবং দক্ষতার ভূয়সী প্রশংসা করেন। তিনি বলেন, “বাইউস্টের শিক্ষার্থীরা কেবল একাডেমিক নয়, গবেষণাতেও প্রতিনিয়ত নিজেদের সক্ষমতা প্রমাণ করছে। ভবিষ্যতে তোমাদের এই গবেষণা দেশ ও আন্তর্জাতিক পর্যায়ে আমাদের সম্মানিত করবে- এই প্রত্যাশাই করি।”
অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার কর্ণেল মোহাম্মদ ইফতেখারুল হক, পিএসসি (অবঃ), রেজিস্ট্রার লেঃ কর্ণেল খন্দকার মাহমুদ হোসেন, এসপিপি, পিএসসি (অবঃ), পরীক্ষা নিয়ন্ত্রক লেঃ কর্ণেল শাব্বির আহমেদ সিদ্দিকী (অবঃ), অনুষদের ডিনগণ, বিভাগীয় প্রধানগণ, শিক্ষকবৃন্দ, কর্মকর্তাবৃন্দ এবং শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন গবেষণা ও প্রকাশনা সেলের ভারপ্রাপ্ত পরিচালক মু: নজরুল ইসলাম, সহযোগী অধ্যাপক (পদার্থবিদ্যা) এবং অনুষ্ঠানটি সঞ্চালনা করেন মো: হাবিবুর রহমান, সহকারি অধ্যাপক, ইংরেজি বিভাগ।
Leave a Reply