নগরকান্দা রিপোর্টার্স ইউনিটির নির্বাচন সম্পন্ন
সভাপতি মিজান, সাধারণ সম্পাদক মন্টু নির্বাচিত
নগরকান্দা উপজেলা (প্রতিনিধি )
ফরিদপুরের নগরকান্দা রিপোর্টার্স ইউনিটির নির্বাচন-২০২৫ সম্পন্ন হয়েছে। নয় সদস্য বিশিষ্ট নতুন কার্যনির্বাহী কমিটিতে বিনা প্রতিদ্বন্দ্বিতায় সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন মিজানুর রহমান মিজান এবং সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন শফিকুল ইসলাম মন্টু।
এছাড়াও নির্বাচনে সহ-সভাপতি পদে গোলাম মোস্তফা, সহ-সাধারণ সম্পাদক আরিফুজ্জামান হিমন, অর্থ বিষয়ক সম্পাদক শাহ জালাল, দপ্তর সম্পাদক হিসেবে লিটন খান নির্বাচিত হন। কার্যকরী সদস্য হিসেবে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন নাছির হোসেন, সেলিম সরদার ও প্রসেনজিৎ বিশ্বাস।
সুশৃঙ্খল ও শান্তিপূর্ণ পরিবেশে নির্বাচন সম্পন্ন হওয়ায় ভোটার ও সদস্যরা সন্তোষ প্রকাশ করেন। নির্বাচিত কমিটির নেতৃবৃন্দ সংগঠনের পেশাগত উন্নয়ন, নীতি-নৈতিকতা ও বস্তুনিষ্ঠ সাংবাদিকতা প্রতিষ্ঠায় কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।
নবনির্বাচিত কমিটি আগামী দুই বছরের জন্য দায়িত্ব পালন করবে।
Leave a Reply