ফরিদপুরে নিজ দলের কর্মীর পোস্টে নেগেটিভ প্রচার -বিতর্কে বাংলাদেশ খেলাফত মজলিসের প্রার্থী
নগরকান্দা উপজেলা (প্রতিনিধি)
ফরিদপুর–২ আসনে ইসলামী ও সমমনা আট দলীয় জোটের যৌথ জনসভায় দেওয়া বক্তব্যকে কেন্দ্র করে বাংলাদেশ খেলাফত মজলিসের মনোনীত প্রার্থী মাওলানা শাহ মো. আকরাম আলী তীব্র সমালোচনার মুখে পড়েছেন।
গট্টি ইউনিয়নের ছোট লক্ষণদিয়া খেলার মাঠে বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) বাদ মাগরিব আয়োজিত সমাবেশে তিনি বলেন, কেউ যদি ভোটের গায়ে হাত দিতে চায়, তার হাতের কব্জি কেটে দেওয়া হবে।
এই একটি বাক্য খণ্ডিতভাবে নিয়ে সাবেক ওলামা দল নেতা ও বর্তমান বাংলাদেশ খেলাফত যুব মজলিসের নগরকান্দা থানা সাংগঠনিক সম্পাদক সাইফুল ইসলাম তার ফেসবুক ওয়ালে পোস্ট করলে ভিডিওটি দ্রুত ভাইরাল হয়। এরপরই সোশ্যাল মিডিয়ায় তুমুল সমালোচনা শুরু হয়। অনেকেই মন্তব্যটিকে সহিংস উসকানি হিসেবে দেখেন।
তবে সমর্থকরা বলছেন, পুরো বক্তব্য শুনলে বোঝা যায় তিনি নির্বাচনী অনিয়মের বিরুদ্ধে কঠোর অবস্থানের কথা বলেছেন, সহিংসতার ডাক দেননি। বিতর্ক ছড়িয়ে পড়ার পর সাইফুল ইসলাম পরে পূর্ণাঙ্গ ভিডিও আপলোড করলেও আলোচনা থামেনি।
সমাবেশে সভাপতিত্ব করেন লিয়াজো কমিটির আহ্বায়ক অধ্যাপক মাওলানা আবুল ফজল মুরাদ। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন অ্যাডভোকেট জয়নুল আবেদীন বকুল মিয়া, মাওলানা সোহরাব হোসেন ও মাওলানা শাহ মো. জামাল উদ্দিনসহ অন্যান্য নেতৃবৃন্দ।
রাজনৈতিক বিশ্লেষকদের মতে, ডিজিটাল প্ল্যাটফর্মে খণ্ডিত বক্তব্য ছড়িয়ে দেওয়ার প্রবণতা নির্বাচনী মাঠে উত্তেজনা বাড়াতে পারে এবং ভুল বোঝাবুঝি তৈরি করে।
বর্তমানে ঘটনাটি সোশ্যাল মিডিয়া ও স্থানীয় রাজনৈতিক অঙ্গনে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। অনেকেই অভিযোগ করছেন নিজ দলের কর্মীরই পোস্ট থেকে খেলাফত মজলিসের প্রার্থীকে ঘিরে নতুন বিতর্ক তৈরি হয়েছে।
Leave a Reply