1. modhumotikanthobd@gmail.com : Shohidul Islam : Shohidul Islam
  2. modhumotikantho@gmail.com : support : Shohidul Islam
সোমবার, ১৫ ডিসেম্বর ২০২৫, ১১:৪৯ অপরাহ্ন
শিরোনাম :
আগামী নির্বাচন জাতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ – সেলিমুজ্জামান সেলিম গোপালগঞ্জে যথাযোগ্য মর্যাদায় শহীদ বুদ্ধিজীবী দিবস-২০২৫ পালন করা হয়েছে মুকসুদপুরে এক ভূমি উপ-সহকারী কর্মকর্তার বিরুদ্ধে এলাকাবাসীর মানববন্ধন গোপালগঞ্জে যথাযোগ্য মর্যাদায় শহীদ বুদ্ধিজীবী দিবস-২০২৫ পালন করা হয়েছে নির্বাচনে অংশ নিলেও জামায়াত একটি আসনও পাবে না: আল্লামা শাহ মহিবুল্লাহ বাবুনগরী ফরিদপুরে নিজ দলের কর্মীর পোস্টে নেগেটিভ প্রচার -বিতর্কে বাংলাদেশ খেলাফত মজলিসের প্রার্থী মুকসুদপুরে যথাযোগ্য মর্যাদায় শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও চট্টগ্রাম-৮ আসনের বিএনপি প্রার্থীর ওপর হামলার প্রতিবাদে মুকসুদপুরে বিক্ষোভ মিছিল ওসমান হাদীর উপর হামলার প্রতিবাদে গোপালগঞ্জ বিএনপি’র মিছিল অনুষ্ঠিত গোপালগঞ্জে জেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত 

আগামী নির্বাচন জাতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ – সেলিমুজ্জামান সেলিম

  • Update Time : সোমবার, ১৫ ডিসেম্বর, ২০২৫
  • ৩৫ Time View

আগামী নির্বাচন জাতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ
– সেলিমুজ্জামান সেলিম

আশিকুর রহমান মুন্সি ঃ

গোপালগঞ্জ-১ আসনে বিএনপি মনোনীত প্রার্থী এবং বিএনপির জাতীয় নির্বাহী কমিটির ফরিদপুর বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক সেলিমুজ্জামান সেলিম বলেছেন, আগামী জাতীয় নির্বাচন জাতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই নির্বাচন যেন সঠিক সময়ে অনুষ্ঠিত না হয়, সে লক্ষ্যে একটি মহল গভীর ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে।

তিনি বলেন, আপনারা যদি ঐক্যবদ্ধ ও সংঘবদ্ধ না থাকেন এবং ষড়যন্ত্রকারীদের প্রতিহত না করেন, তাহলে তারা সফল হবে। যারা গত ১৭ বছর ধরে দেশের মানুষের ভোটাধিকার ও বাকস্বাধীনতা কেড়ে নিয়েছে, তারাই আগামী ১২ ফেব্রুয়ারির নির্বাচন ঠেকানোর ষড়যন্ত্র করছে।

সোমবার (১৫ ডিসেম্বর) মুকসুদপুর উপজেলার মোচনা ইউনিয়নের ৯নং ওয়ার্ড যুবদলের আয়োজনে এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সেলিমুজ্জামান সেলিম বলেন, ২০১৮ সালের জাতীয় নির্বাচনে অংশ নিতে এসে আমি নিজ চোখে দেখেছি, গোপালগঞ্জে প্রকৃত অর্থে কোনো নির্বাচন হয় না। গ্রামবাংলার ভাষায় যাকে ‘রাজার নির্বাচন’ বলা হয়, সেই নির্বাচন সুষ্ঠুভাবে অনুষ্ঠিত হয়নি। সে সময় জনগণ তাদের পছন্দের প্রার্থীকে ভোট দিতে পারেনি।

তিনি অভিযোগ করে বলেন, ওই নির্বাচনে একটি বিশেষ দলের বাইরে থাকা প্রার্থীদের এজেন্টদের কেন্দ্র থেকে বের করে দেওয়া হয় এবং সকাল ৯টা-১০টার মধ্যেই প্রকাশ্যে ফল ঘোষণা করা হয়। মুকসুদপুরে ১৩০ ভাগ ও ১০৫ ভাগ ভোট পড়েছে— এমনকি মৃত মানুষের ভোটও দেওয়া হয়েছে, বলেন তিনি।

তিনি আরও বলেন, ২০১৪ সালে কোনো নির্বাচনই হয়নি, ২০১৮ সালে দিনের ভোট রাতে হয়েছে এবং ২০২৪ সালে একটি সাজানো-গোছানো নির্বাচন অনুষ্ঠিত হয়েছে, যেখানে সব প্রার্থীই ছিল একটি বিশেষ দলের।

সেলিমুজ্জামান সেলিম বলেন, বিগত নির্বাচনগুলো ছিল নির্বাচনের নামে প্রহসন। আগামী নির্বাচনে আর কোনো কারচুপির সুযোগ থাকবে না। যার ভোট, সে-ই দেবে। এ জন্য তিনি সবাইকে ভোটকেন্দ্রে গিয়ে ভোট প্রদানের আহ্বান জানান।

মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন মুকসুদপুর উপজেলা বিএনপির সভাপতি মো. আব্দুস ছালাম খান, সাধারণ সম্পাদক তারেকুল ইসলাম রাজু, পৌর বিএনপির সভাপতি আবুল বাশার টুলটু বিশ্বাস, সাধারণ সম্পাদক মশিউর রহমান মিন্টু, যুবদলের কেন্দ্রীয় কমিটির সাবেক সাহিত্য ও প্রকাশনা সম্পাদক মাহমুদুল হাসান বাপ্পী, উপজেলা বিএনপির ক্রীড়া বিষয়ক সম্পাদক আবু সাঈদ খান, উপজেলা যুবদলের আহ্বায়ক আসাদ সিকদারসহ উপজেলা ও ইউনিয়ন বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
#

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2021
Design & Developed By : Modhumoti Kantho