যথাযোগ্য মর্যাদায় মুকসুদপুরে মহান বিজয় দিবস উদযাপিত
মোঃমুঈনুল ইসলাম শুভ
সারা দেশের ন্যায় গোপালগঞ্জের মুকসুদপুরে যথাযোগ্য মর্যাদা ও উৎসবমুখর পরিবেশে মহান বিজয় দিবস উদযাপিত হয়েছে।
মঙ্গলবার (১৬ ডিসেম্বর) ভোরে ৩১ বার তোপধ্বনির মাধ্যমে দিবসটির সূচনা করা হয়। সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে মুকসুদপুর উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা পরিষদ চত্বরে শহীদ মুক্তিযোদ্ধাদের স্মরণে স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করা হয়। এতে উপজেলা প্রশাসন, মুক্তিযোদ্ধা সংসদ, উপজেলা পরিষদ, থানা পুলিশ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, রাজনৈতিক দল ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ অংশগ্রহণ করেন।
দিবসটি উপলক্ষে জাতীয় পতাকা উত্তোলন, কোরআনখানি, দোয়া মাহফিল, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
বিজয় দিবসের আনুষ্ঠানিক কর্মসূচির শুভ উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদ আশিক কবির।
এ সময় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ আবুল হাছনাত, মুকসুদপুর থানার অফিসার ইনচার্জ আব্দুল্লাহ আল মামুন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রায়হান ইসলাম শোভন, উপজেলা কৃষি কর্মকর্তা মো. মিজানুর রহমান, উপজেলা প্রকৌশলী মাহমুদুল হাসান, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. শাহাদাৎ হোসেন মোল্লা, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা সায়েদুল ইসলাম, আইসিটি কর্মকর্তা আবদুল বাতেন, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মোছা. লায়লা রহমান, উপজেলা নির্বাচন কর্মকর্তা নুরুল ইসলাম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আব্দুল জব্বার, উপজেলা সমাজসেবা কর্মকর্তা রাকিব হাসান শুভ, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আবু নাইম হোসেন।
এছাড়াও উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি আব্দুস ছালাম খান, পৌর বিএনপির সভাপতি আবুল বাসার টুলটু বিশ্বাস, সাধারণ সম্পাদক মশিউর রহমান মিন্টু, উপজেলা প্রেসক্লাবের সভাপতি ও জাতীয় সাপ্তাহিক মধুমতি কণ্ঠ পত্রিকার সম্পাদক শহিদুল ইসলাম, মুকসুদপুর প্রেসক্লাবের সভাপতি মো. ছিরু মিয়া, উপজেলা রিপোর্টার্স ইউনিটির সভাপতি তারিকুল ইসলামসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ, বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ, বীর মুক্তিযোদ্ধা, বিভিন্ন স্কুল-কলেজ ও মাদ্রাসার শিক্ষক ও শিক্ষার্থীরা।
দিবসটি উপলক্ষে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে চিত্রাঙ্কন ও রচনা প্রতিযোগিতার আয়োজন করা হয় এবং শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
#
Leave a Reply