বিএনপি সরকার গঠন করলে ফ্যামিলি কার্ড চালু করা হবে
– সেলিমুজ্জামান সেলিম
খান মাহমুদ রাজু ঃ
বিএনপির জাতীয় নির্বাহী কমিটির ফরিদপুর বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক সেলিমুজ্জামান সেলিম বলেছেন,
আগামী নির্বাচনে বিএনপি সরকার গঠন করলে নারীদের জন্য ফ্যামিলি কার্ড চালু করা হবে। পাশাপাশি রেশন কার্ডের মাধ্যমে সুলভমূল্যে চাল, ডালসহ নিত্যপ্রয়োজনীয় পণ্য সরবরাহের ব্যবস্থা করা হবে।
বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) দুপুরে মুকসুদপুর বিএনপি কার্যালয়ে পৌর মহিলাদলের আয়োজনে এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি আরও বলেন, আগামী নির্বাচনে সবাইকে ভোটকেন্দ্রে গিয়ে নিজের ভোট দিতে হবে এবং অন্যদেরও ধানের শীষ প্রতীকে ভোট দিতে উৎসাহিত করতে হবে।
নারী উন্নয়ন ও ক্ষমতায়নের প্রসঙ্গে সেলিমুজ্জামান সেলিম বলেন, বেগম খালেদা জিয়া নারীদের জন্য অবৈতনিক শিক্ষা কার্যক্রম চালু করেছিলেন। নারী ও শিশু বিষয়ক মন্ত্রণালয় গঠনসহ নারীদের কর্মসংস্থান সৃষ্টিতে তিনি নানা উদ্যোগ গ্রহণ করেছিলেন।
তিনি জানান, বর্তমান ও বিগত নির্বাচন নিয়ে সমালোচনা করে তিনি বলেন, ২০১৪ সালে কার্যত কোনো নির্বাচন হয়নি, ২০১৮ সালে দিনের ভোট রাতে হয়েছে এবং ২০২৪ সালে একটি সাজানো-গোছানো নির্বাচন অনুষ্ঠিত হয়েছে, যেখানে সব প্রার্থীই ছিল একটি বিশেষ দলের।
তিনি বলেন, আগামী নির্বাচনে দেশের মানুষের প্রত্যক্ষ ভোটে বিএনপি সরকার গঠন করবে। ফেব্রুয়ারির নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ। ভোট একটি পবিত্র আমানত। এই একটি ভোটই আগামী পাঁচ বছর মুকসুদপুর-কাশিয়ানী এলাকার ভবিষ্যৎ নির্ধারণ করবে।
মুকসুদপুর পৌর মহিলাদলের সভানেত্রী নিশাত জাহানের সভাপতিত্বে এবং মুকসুদপুর পৌর বিএনপির সাধারণ সম্পাদক মশিউর রহমান মিন্টুর সঞ্চালনায় অনুষ্ঠিত মতবিনিময় সভায় আরও উপস্থিত ছিলেন, মুকসুদপুর উপজেলা বিএনপির সাবেক সভাপতি মো. মিজানুর রহমান লিপু, মুকসুদপুর পৌরসভার সাবেক মেয়র মো. সাজ্জাদ করিম মন্টু, পৌর বিএনপির সভাপতি আবুল বাশার টুলটু বিশ্বাস, পৌর বিএনপির সাবেক আহ্বায়ক মো. মোয়াজ্জেম হোসেন মিন্টু, যুবদলের কেন্দ্রীয় কমিটির সাবেক সাহিত্য ও প্রকাশনা সম্পাদক মাহমুদুল হাসান বাপ্পীসহ পৌর মহিলাদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
#
Leave a Reply