জনপ্রতিনিধিরাই সমাজের প্রাণ
– সেলিমুজ্জামান সেলিম
আশিকুর রহমান মুন্সি ঃ
মুকসুদপুরে ১৬টি ইউনিয়ন আর একটি পৌরসভার জনপ্রতিনিধিদের উপস্থিতিতে ১৯ ডিসেম্বর
আয়োজন করা হয়েছিল এক মতবিনিময় সভা। তবে সেটি শুধু আনুষ্ঠানিক কোনো সভা ছিল না। ছিল মানুষের কথা, মানুষের কষ্ট আর দায়িত্বের রাজনীতির কথা বলার এক মঞ্চ।
সেই মঞ্চেই প্রধান অতিথির বক্তব্যে বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক ও গোপালগঞ্জ-১ আসনের ধানের শীষ প্রতীকের প্রার্থী সেলিমুজ্জামান সেলিম বললেন, স্থানীয় জনপ্রতিনিধিরাই সমাজের প্রকৃত সেবক। তারাই সমাজের প্রাণ।
তিনি বলছিলেন এমন এক বাস্তবতার কথা, যেখানে গ্রামের মানুষ বিপদে পড়ে প্রথমেই ছুটে যায় চেয়ারম্যান-মেম্বারদের কাছে। অভাব-অনটন, পারিবারিক কলহ, জমিজমার বিরোধ কিংবা সামাজিক সংকট, সবকিছুতেই জনপ্রতিনিধিরাই হয়ে ওঠেন সবচেয়ে কাছের আশ্রয়স্থল।
সেলিমুজ্জামান সেলিম বলেন, জনপ্রতিনিধিদের দায়িত্ব শুধু অফিসে বসে সিদ্ধান্ত নেওয়া নয়; মানুষের দুঃখ-কষ্ট ভাগ করে নেওয়াই তাদের আসল কাজ। অন্য কোনো পেশার মানুষের পক্ষে এভাবে প্রতিদিন মানুষের পাশে দাঁড়ানো সম্ভব নয় বলেও মন্তব্য করেন তিনি।
বিগত সময়ের রাজনৈতিক বাস্তবতার কথাও উঠে আসে তার বক্তব্যে। তিনি বলেন, গত ১৭ বছরে বিএনপির নেতাকর্মীরা ব্যাপকভাবে হয়রানির শিকার হয়েছেন। তবুও ৫ আগস্টের পর কাশিয়ানী-মুকসুদপুর এলাকায় বিএনপির পক্ষ থেকে কাউকে মামলা দিয়ে হয়রানি করা হয়নি।
“যারা অন্যায় করেছে, তারা আইনের মাধ্যমে শাস্তি পাবে কিন্তু কোনো নিরীহ মানুষকে হয়রানি করা হবে না,”জোর দিয়ে বলেন তিনি।
সামাজিক শান্তি বজায় রাখার ওপর গুরুত্ব আরোপ করে বলেন, পারিবারিক কলহ বা সামাজিক বিরোধে যেন কোনো নিরীহ মানুষ মিথ্যা মামলার শিকার না হয়, সে বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করার আশ্বাস দেন।
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত ৩১ দফা সংস্কার রূপরেখার প্রসঙ্গ টেনে সেলিমুজ্জামান সেলিম বলেন, গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা, গণমাধ্যমের স্বাধীনতা এবং মানুষের মৌলিক অধিকার নিশ্চিত করাই বিএনপির রাজনীতির মূল লক্ষ্য।
সভায় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি আব্দুস ছালাম খান, সাধারণ সম্পাদক তারেকুল ইসলাম রাজু, মুকসুদপুর পৌরসভার সাবেক মেয়র সাজ্জাদ করিম মন্টু,
মুকসুদপুর পৌর বিএনপির সভাপতি আবুল বশার টুলটু বিশ্বাস, সাধারণ সম্পাদক মশিউর রহমান মিন্টু, সাবেক কাউন্সিলর মোয়াজ্জেম হোসেন মিন্টু, গোপালগঞ্জ জেলা কৃষক দলের সদস্য সচিব মো. বদরুজ্জামান এজাজ, যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাহিত্য ও প্রকাশনা সহসম্পাদক মাহমুদুল হাসান বাপ্পীসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ এবং বিভিন্ন ইউনিয়নের জনপ্রতিনিধিরা।
মুকসুদপুরের এই বিকেলের সভা শেষ হলেও, মানুষের পাশে থাকার রাজনীতির কথাগুলো থেকে গেল দীর্ঘক্ষণ, জনপ্রতিনিধি আর সাধারণ মানুষের সম্পর্কের এক মানবিক চিত্র হয়ে।
#
Leave a Reply