কগোপালগঞ্জে আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকের উদ্যোগে শত শত শীতার্ত মানুষ পেল শীতবস্ত্র
কে এম সাইফুর রহমান,
নিজস্ব প্রতিনিধিঃ
আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক পিএলসি গোপালগঞ্জ শাখার উদ্যোগে গত বছরের ন্যায় এবারও শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র (কম্বল) বিতরণ করা হয়েছে।
সোমবার (২২ ডিসেম্বর) বেলা সাড়ে ১১টায় আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক পিএলসি গোপালগঞ্জ শাখা কার্যালয়ে আয়োজিত শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানের সভাপতিত্ব করেন উক্ত ব্যাংকের শাখা ব্যবস্থাপক (এফএভিপি) এ. বি. এম ফারুক কাওছার।
শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোপালগঞ্জ কোর্ট জামে মসজিদের ইমাম ও মাদ্রাসার মুহতামিম মোঃ হাফিজুর রহমান দাড়িয়া। এ বছরও শীতার্ত নারী -পুরুষ সহ বিভিন্ন মাদ্রাসা ও এতিমখানার শিক্ষার্থীদের মাঝে তিন শতাধিক শীতবস্ত্র বিতরণ করা হয়।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রোকেয়া হক মেমোরিয়াল হসপিটাল প্রাইভেট লিমিটেড গোপালগঞ্জ -এর ব্যবস্থাপনা পরিচালক কায়েস আহমেদ।
আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক পিএলসি গোপালগঞ্জ শাখার দ্বিতীয় কর্মকর্তা মোঃ মাহমুদুল হাচানের সঞ্চালনায় ব্যাংকের এক্সিকিউটিভ অফিসার মোস্তফা চৌধুরী, তানভীর আহমেদ হৃদয়, মুহম্মদ ইউসুফ সহ অন্যান্য কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।
Leave a Reply