“ইতিহাসের সেরা নির্বাচন উপহার দিতে বাংলাদেশ পুলিশ বাহিনী দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ”___ ঢাকা রেঞ্জ ডিআইজি রেজাউল করিম মল্লিক
কে এম সাইফুর রহমান, নিজস্ব প্রতিনিধিঃ
ঢাকা রেঞ্জ ডিআইজি রেজাউল করিম মল্লিক বলেছেন, একটি নিরপেক্ষ নির্বাচন উপহার দিতে প্রশাসন বদ্ধ পরিকর। আমরা অঙ্গিকারবদ্ধ হয়েছি শান্তি শৃঙ্খলা রক্ষার জন্য যা যা করণীয় তাই করবো। আমরা দেশের মানুষকে একটি সুন্দর ও সুষ্ঠু নির্বাচন উপহার দিতে পারবো।
রোববার (১৮ জানুয়ারি) দুপুরে গোপালগঞ্জ জেলা পুলিশ সুপারের সম্মেলন কক্ষে আয়োজিত নিরাপত্তা সমন্বয় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
প্রধান অতিথি ঢাকা রেঞ্জ ডিআইজি রেজাউল করিম মল্লিক সকলকে আগামী জাতীয় সংসদ নির্বাচন এবং গণভোট- ২০২৬ সুষ্ঠু, নিরপেক্ষ ও পেশাদারিত্বের সাথে কাজ করতে বলেন। জেলার সকল দপ্তরের সাথে ভালো সমন্বয় রেখে কাজ করতে বলেন।এছাড়া জনগণের বন্ধু হয়ে পুলিশকে সততা, নিষ্ঠা, পেশাদারিত্বের সাথে কাজের মাধ্যমে পুলিশ ও জনগণের সুসম্পর্ক বজায় রাখাসহ পুলিশের ইমেজ বৃদ্ধির জন্য বিভিন্ন দিকনির্দেশনা প্রদান করেন।
এ সময় গোপালগঞ্জ জেলা রিটার্নিং অফিসার ও জেলা প্রশাসক মোঃ আরিফ-উজ- জামান, গোপালগঞ্জ জেলার অস্থায়ী সেনা ক্যাম্প কমান্ডার (১৯ ই বেঙ্গল) লে. কর্নেল জেড এম মাবরুকূল ইসলাম, পিএসসি, পুলিশ সুপার মোঃ হাবীবুল্লাহ, গোপালগঞ্জ অস্থায়ী সোনা ক্যাম্পের মেজর জুভিন ওয়াহিদ, জেলা এনএসআই’র উপ-পরিচালক আবু হেনা মোস্তফা কামাল, জেলা আনসার ও ভিডিপি কমান্ডেন্ট অফিসার মোঃ টিটুল মিয়া, ভাটিয়াপাড়া র্যাব-৬ এর ক্যাম্প কমান্ডার
(অতিরিক্ত পুলিশ সুপার) এস এম রেজাউল করিম, জেলা নির্বাচন অফিসার মোঃ অলিউল ইসলাম, কাশিয়ানী উপজেলা নির্বাহী অফিসার মোঃ শাহিন মিয়া, টুঙ্গিপাড়া উপজেলা নির্বাহী অফিসার জহিরুল আলম, কোটালীপাড়া উপজেলা নির্বাহী অফিসার সাগুপ্তা হক, মুকসুদপুর উপজেলা নির্বাহী অফিসার মাহমুদ আশিক কবির,
অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ আফতাব উদ্দিন, অতিরিক্ত পুলিশ সুপার মুহাম্মদ সরোয়ার হোসেন, মোহাম্মদ জিয়াউল হক, অতিরিক্ত পুলিশ সুপার সদর (সার্কেল) সাখাওয়াত হোসেন সেন্টু, সহকারী পুলিশ সুপার (মুকসুদপুর সার্কেল) নাফিছুর রহমান, সহকারী পুলিশ সুপার মোঃ হাসানুর রহমান, জেলার সকল থানার অফিসার ইনচার্জগণ সহ নির্বাচন সংশ্লিষ্ট অন্যান্য কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
Leave a Reply