ধনবাড়ীতে নানা আয়োজনে বিশ্ব মানবাধিকার দিবস পালন।
মো: পলাশ ইসলাম
ধনবাড়ী টাঙ্গাইল
প্রতিনিধি: টাঙ্গাইলে ধনবাড়ীতে বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে বিশ্ব মানবাধিকার দিবস পালিত হয়েছে।
বুধবার (১০ ডিসেম্বর) সকালে ধনবাড়ী মানবাধিকার কার্যালয় সামনে থেকে ধনবাড়ীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে একটি বর্ণাঢ্য র্যালির মাধ্যমে মানববন্ধন ও মানবাধিকার কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে বাংলাদেশ মানবাধিকার কমিশন,ধনবাড়ী উপজেলা শাখার সহ সাংস্কৃতিক সম্পাদক সাইফুল ইসলাম সজিব এর সঞ্চালনায় সভাপতিত্ব করেন বাংলাদেশ মানবাধিকার কমিশন,ধনবাড়ী উপজেলা শাখার সভাপতি হাফেজ খাইরুল ইসলাম মুন্সি।
অনুষ্ঠানের উদ্বোধন করেন বাংলাদেশ মানবাধিকার কমিশন,ধনবাড়ী উপজেলা শাখার সাংগঠনিক সম্পাদক আতিকুর রহমান খোক।
এসময় বক্তব্য রাখেন বাংলাদেশ মানবাধিকার কমিশন,ধনবাড়ী উপজেলা শাখার সাসাধারণ সম্পাদক ইদ্রিস আলী।
এসময় আরও বক্তব্য রাখেন সহ সভাপতি কামরুল হাসান মাসুদ, যুগ্ম সাধারণ সম্পাদক অধ্যক্ষ ম.এবাদৎ হোসেন
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ধনবাড়ী উপজেলা শাখার সহ-সাংগঠনিক সম্পাদক কুরবান আলী, মহিলা বিষয়ক সম্পাদক নুরজাহান বেগম ও বন্যা ও সকল সদস্য বৃন্দরা।
Leave a Reply