কোটালীপাড়ায় দুই এজেন্ট ব্যাংকসহ ৪ ব্যবসা প্রতিষ্ঠানে চুরি
রিকি শেখ গোপালগঞ্জ জেলা প্রতিনিধি:
গোপালগঞ্জের কোটালীপাড়ায় চাঞ্চল্য, এক রাতে দুটি এজেন্ট ব্যাংকসহ ৪টি প্রতিষ্ঠানে দুর্ধর্ষ চুরি।
সোমবার, ৮ ডিসেম্বর দিবাগত রাতে আমতলী ইউনিয়নের ওয়াবদারহাট বাজারে এই চুরির ঘটনা ঘটে।
ক্ষতিগ্রস্তদের মধ্যে রয়েছে সিটি ব্যাংক ও ডাচ্-বাংলা ব্যাংক এজেন্ট, নাদিরা ইলেকট্রনিক্স এবং মেসার্স ফারিয়া এন্টারপ্রাইজ।
ক্ষতিগ্রস্তরা দাবি করেছেন, প্রতিষ্ঠানগুলো থেকে প্রায় ২৫ লাখ টাকার নগদ অর্থ ও মালামাল চুরি হয়েছে
ফারিয়া এন্টারপ্রাইজ থেকে ১৪ লাখ টাকার স্বাক্ষরিত ৪টি ব্যাংক চেক চুরি হয়েছে বলে মালিক জানিয়েছেন।
সিটি ব্যাংক এজেন্টের কাছ থেকে পাঁচ লাখ টাকার বেশি মূল্যের মোবাইল কার্ড ও ব্যাংকের গুরুত্বপূর্ণ কাগজপত্র খোয়া গেছে।
নৈশপ্রহরী সমর আলী জানান, গভীর রাতে একটি পিকআপের মেরামত দেখেন, কিন্তু পরে ঘুমিয়ে পড়ায় চুরির ঘটনা টের পাননি।
নৈশপ্রহরী থাকা সত্ত্বেও এমন ঘটনায় ওয়াবদারহাট বণিক সমিতির সভাপতি নজরুল ইসলাম মহিন উদ্বেগ প্রকাশ করেছেন।
কোটালীপাড়া থানার এসআই মো. মামুন জানিয়েছেন, অভিযোগ না পেলেও ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে ফোর্স পাঠানো হয়েছে।
পুলিশ জানিয়েছে, তারা ঘটনার তদন্ত শুরু করেছে এবং চোরদের দ্রুত আইনের আওতায় আনতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
Leave a Reply