গোপালগঞ্জ ১, আসনের বারবার নির্বাচিত সংসদ সদস্য মুকসুদপুর – কাশিয়ানী উপজেলার উন্নয়নের রুপকার বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য মুহাম্মদ ফারুক খান এমপি বলেছেন আগামী জাতীয় সংসদ নির্বাচনে আমাদের স্লোগান হবে, আমার ভোট আমি দেব, ভোট কেন্দ্রে গিয়ে নৌকা মার্কায় ভোট দেব। তিনি আরও বলেন বাংলাদেশের সংবিধান অনুযায়ি নির্বাচন হবে, কোন দল বা বিশেষ কোন দেশের আদেশ নিশেধে নির্বাচন অনুষ্ঠিত হবে না।
তিনি ১৫ নভেম্বর বুধবার বিকেলে মুকসুদপুর উপজেলা কেজি স্কুল মাঠে উপজেলা যুবলীগ আয়োজিত বিশাল যুব সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন। তিনি আরও বলেন আমরা কোন দলের বা কোন দেশের রক্তচক্ষুকে ভয় পাইনা। আমরা তাদেরও ভয় দেখাতে পারি। নির্বাচন তফসিল ঘোষণা হওয়ার পরেই আমরা নির্বাচনী প্রচারনায় নেমে পড়বো। সকল ভোটারকে ভোটকেন্দ্রে এসে নিজ নিজ ভোট প্রদানের জন্য ক্যাম্পেইন করবো। আমরা গত ১৫ বছরে দেশের যে উন্নয়ন করেছি তাতে নৌকার জয় হবেই ইনশাল্লাহ!
মুকসুদপুর যুব লীগের আহবায়ক শেখ শাহরিয়ার বিপ্লবের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় অন্যন্যদের মধ্যে আরো বক্তব্য রাখেন মুকসুদপুর উপজেলা আওয়ামী লীগ সভাপতি রবিউল আলম শিকদার, সাধারন সম্পাদক সাহিদুর রহমান টুটুল, বাংলাদেশ আওয়ামী লীগের আর্ন্তজাতিক উপকমিটির সদস্য কানতারা খান, গোপালগঞ্জ যুবলীগ সভাপতি মাসুদ রানা যোবায়ের, সাধারন সম্পাদক এমবি সাইফ মোল্যা, মুকসুদপুর উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি শ্যামল কান্তি বোস, যুগ্ম সাধারন সম্পাদক মহিউদ্দীন আহম্মেদ মুক্ত মুন্সী, কেন্দ্রীয় যুব মহিলা লীগ নেত্রী তানিয়া হক শোভা, সাবেক উপজেলা যুবলীগের সভাপতি ও বর্তমান উপজেলা আওয়ামী লীগের কৃষি বিষয়ক সম্পাদক জহির হাসান টিটু মিয়া, সাবেক সাধারন সম্পাদক সালাউদ্দীন মিয়া, কেন্দ্রীয় যুবলীগ নেতা লিয়ন মিয়া, রবিউল ইসলাম, ছাত্রলীগ সভাপতি নিভেল মোল্যা প্রমুখ। অনুষ্ঠান পরিচালনা করেন মুকসুদপুর যুবলীগ যুগ্ম ্আহবায়ক রিফাতুল আলম মুছা। অনুষ্ঠান শেষে যুবলীগের আয়োজনে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
Leave a Reply