বেলায়েত হোসেন লিটন
বিশেষ প্রতিনিধিঃ
ফরিদপুরের চারটি আসনে বাংলাদেশ আওয়ামীলীগের দলীয় মনোনয়ন (নৌকা প্রতীক) যারা পেলেন তারা হলেন ফরিদপুর – ১ আসনে বাংলাদেশ আওয়ামীলীগের প্রেসিডিয়াম সদস্য আব্দুর রহমান, ফরিদপুর – ২ আসনে বর্তমান সংসদ সদস্য শাহদাব আকবর লাবু চৌধুরী, ফরিদপুর – ৩ আসনে ফরিদপুর জেলা আওয়ামী লীগের সভাপতি শামীম হক ও ফরিদপুর -৪ আসনে বাংলাদেশ আওয়ামীলীগের প্রেসিডিয়ামের অন্যতম সদস্য কাজী জাফর উল্লাহ আওয়ামিলীগের (নৌকা প্রতীক) মনোনয়ন পেয়েছেন।
অনেক জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে অবশেষে এই চারজন আওয়ামিলীগের মনোনয়ন পেয়েছে বলে বিশেষ সূত্রে জানাগেছে।
রোববার বাংলাদেশ আওয়ামীলীগের দলীয় কার্যালয়ে দলের সভাপতি প্রধান মন্ত্রী শেখ হাসিনা স্বাক্ষরিত পত্রে এসকল মনোনয়ন ঘোষণা করেন দলের সাধারণ সম্পাদক ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের।
ফরিদপুরের চারটি আসনেই একাধিক আওয়ামিলীগের গুরুত্বপূর্ণ পদের নেতৃবৃন্দ দলীয় মনোনয়ন ফরম সংগ্রহ করে ছিলেন।
কিন্তু রোববার ঢাকা কেন্দ্রীয় কার্যালয় হতে চূড়ান্ত ভাবে এই চারজনকে আওয়ামিলীগের (নৌকা প্রতীক) মনোনয়ন দেওয়া হয়।
বিএনপি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ গ্রহন না করারই সম্ভাবনা বেশি থাকায় এই নির্বাচনেও নৌকা প্রতীকের জয় জয়কার ভাব লক্ষ্য করা যাচ্ছে। এবার নির্বাচনে আওয়ামিলীগের কোন বিদ্রোহী প্রার্থী থাকবেনা বলে জানাগেছে। তবে কিছু ত্যাগী নেতারা তাদের দলীয় পদ বিসর্জন দিয়ে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশগ্রহণ করবেন বলেও জানাগেছে। এই ক্ষেত্রে ঐ সকল আসনে তীব্র প্রতিদ্বন্দীতা হতে পারে। এছাড়াও জাতীয় পার্টিসহ একাধিক রাজনৈতিক দলের প্রার্থীরাও এ নির্বাচনে অংশগ্রহণ করবেন বলে জানাগেছে। আগামী ৭ জানুয়ারী নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। বিএনপির সাথে তেমন কোন সমঝোতা না হলে ৭ জানুয়ারী নির্বাচন অনুষ্ঠিত হবে।
Leave a Reply