কাশিয়ানী (গোপালগঞ্জ) প্রতিনিধি:
গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলা সদর ইউনিয়নের সভাপতি মোঃ আনোয়ার হোসেন আনু (৫৫) গত ২৩ এপ্রিল শারীরিক অসুস্থতায় মারা যান ও তার ২৪ দিন পর ১৭ মে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান সা, সম্পাদক মোঃ সিরাজ মোল্লা (৫৫)।
প্রয়াত এই দুই আওয়ালীগ নেতার স্মরণ সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
২ জুন (রবিবার) বিকাল ৫ টায় উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে, দলীয় কার্যালয়ে এ স্মরণ সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
প্রয়াত নেতাদের স্মরণে, প্রধান অতিথির বক্তব্য রাখেন, বাংলাদেশ সরকারের বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী মুহাম্মদ ফারুক খান এমপি।
স্মরণ সভায় যোগদানের পূর্বে মন্ত্রী দলের নেতা কর্মীদের সঙ্গে নিয়ে প্রয়াত দুই নেতার কবর জিয়ারত করেন।
এ স্মরণ সভা ও দোয়া মাহফিলে, উপজেলা আ, লীগের সভাপতি ও নব-নির্বাচিত উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মোঃ মোক্তার হোসেনের সভাপতিত্বে ও সা,সম্পাদক কাজী জাহাঙ্গীর আলমের সঞ্চালনায়, বিশেষ অতিথির বক্তব্য রাখেন, জেলা আ, লীগের সভাপতি মাহাবুব আলী খান, আ, লীগের আন্তর্জাতিক বিষয়ক উপকমিটির সদস্য কানতারা খান।
আরও বক্তব্য রাখেন, উপজেলা আ, লীগের সহ-সভাপতি সামছুন্নাহার মিনা জামান, প্রচার ও প্রকাশনা সম্পাদক মোঃ মশিউর রহমান খান, সদর ইউনিয়ন আ, লীগের যুগ্ম সা, সম্পাদক মোঃ মাসুম শেখ।
এছাড়াও, নব-নির্বাচিত উপজেলা ভাইস চেয়ারম্যান, আ, লীগের সহ-সভাপতি মোঃ জামিনুর রহমান জাপান, মহিলা ভাইস চেয়ারম্যান জিনাত রেহানা খান, উপজেলা আ, লীগের যুগ্ম সা,সম্পাদক এ্যাড, ফারুক হোসেন, সাংগঠনিক সম্পাদক প্রফেসর মফিজুর রহমানসহ আ,লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
Leave a Reply