কাশিয়ানী (গোপালগঞ্জে) প্রতিনিধি:
গোপালগঞ্জের কাশিয়ানী সদরের ৪ নং পোনা এলাকা থেকে ৪০ পিচ ইয়াবা সহ ৪ মাদক কারবারিকে আটক করেছে কাশিয়ানী থানা পুলিশ।
আটককৃতরা হলেন, পোনা গ্রামের, জাকির হোসেন (জাকু মিয়া)র ছেলে মনির হোসেন (মোনু মিয়া) ৩৮, আজাদ মুন্সীর ছেলে আরমান মুন্সী (১৮), মৃত মুন্নু মোল্লার ছেলে আজি মোল্লা (৩৮) ও একই গ্রামের মৃত আবুল কালাম আজাদের ছেলে মিল্টন মিয়া (৩৮)।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে, গত রাত ১২ টায় কাশিয়ানী সদরের ৪ নং পোনা এলাকায় অভিযান চালিয়ে জাকু মিয়ার বাড়ি থেকে ৪০ পিস ইয়াবা সহ ৪ মাদক কারবারিকে আটক করা হয়েছে।
তাদের বিরুদ্ধে মাদক নিয়ন্ত্রণ আইনে মামলা দিয়ে (মামলা নং – ১৭, তারিখ- ২৩/০৬/২৪) গোপালগঞ্জ জেলা আদালতে প্রেরণ করা হয়েছে।
এ তথ্য নিশ্চিত করেছেন, কাশিয়ানী থানার অফিসার ইনচার্জ মো, জিল্লুর রহমান।
Leave a Reply