আকাশ আহম্মেদ সোহেল, মাদারীপুর প্রতিনিধি:
মাদারীপুরে শ্বাসরোধ করে দুই শিশুকে হত্যা করেছে মানসিক ভারসাম্যহীন এক মা। আজ বিকেলে মাদারীপুর শহরের লঞ্চঘাট বালুর মাঠ এলাকায় ঘরের দরজা বন্ধ করে শ্বাসরোধ করে হত্যা করে ঘরেই বসে থাকে। পরিবারে লোকজন টের পেয়ে দরজা খোলার চেষ্টা করে। পরে পুলিশকে খবর দিলে পুলিশ গিয়ে দরজা ভেঙ্গে লাশ উদ্ধার করেছে।
পুলিশ ও স্থানীয় সুত্রে জানা যায়, মাদারীপুর পৌরসভার লঞ্চঘাট এলাকার হালিম খান ও তাহমিনা আক্তার দম্পত্তির দুই শিশু সন্তান। একজন ৩ বছর বয়সী জান্নাত, অপরজন ১ বছর বয়সী মেহেরাজ। স্বামীর সাথে পারিবারিক ঝামেলার পর তাহমিনা আক্তার তার বাবা তারা মিয়া‘র বাড়িতে এসে থাকেন। এরই মধ্যে তাহমিনা মানসিক ভারসাম্য হারিয়ে ফেলে এবং চিকিৎসা চলছিল। বুধবার দুপুরে তাহমিনার মা ছাদে কাপড় শুকাতে গেলে সে দুই সন্তানসহ তার ঘরের দরজা বন্ধ করে দেয়। এরই মধ্যে জান্নাত ও মেহরাজ এই দুই শিশুকে শ্বাসরোধ করে হত্যা করে। ঘরের লোকজন দরজা খোলার চেষ্টা করে ব্যর্থ হলে পুলিশকে খবর দেয়। মাদারীপুর সদর থানা পুলিশ দরজা ভেঙ্গে মশারি টাঙানো অবস্থায় খাটের উপর ২ শিশুর লাশ নিয়ে মাকে বসে থাকতে দেখে।
মাদারীপুর অতিরিক্ত পুলিশ সুপার মো. মনিরুজ্জামান ফকির জানান, দরজা বন্ধ থাকা অবস্থায় আমাদের অফিসার ইনচার্জ মা ও দুই সন্তানের লাশ উদ্ধার করেছে। এ ঘটনার খবর পেয়ে পুলিশ সুপার স্যারসহ আমরা ঘটনাস্থলে চলে আসি। প্রাথমিক ভাবে ধারনা করা হচ্ছে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে। এবং মা তাহমিনা আক্তারকে আটক করে থানা হেফাজতে রেখে ২ শিশুর লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালে পাঠানো হয়েছে।
Leave a Reply