ফরিদগঞ্জে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার ১৭ তম কারা মুক্তি দিবস উপলক্ষ্যে বিরাট জনসভা
মোঃ নাঈম হোসেন পলোয়ান।ফরিদগঞ্জ প্রতিনিধিঃ
চাঁদপুর জেলার ফরিদগঞ্জ উপজেলার ৫নং গুপ্তি পূর্ব ইউনিয়নের গল্লাক আদর্শ ডিগ্রী কলেজে মাঠে , আপোষীর নেত্রী, তিন-তিনবারের সফল সাবেক প্রধানমন্ত্রী, বিএনপি’র চেয়ারপার্সন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার ২৭তম কারামুক্তি দিবস উপলক্ষ্যে বিরাট জনসভার অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
গতকাল শুক্রবার (১৩ সেপ্টেম্বর ) বিকেলে গল্লাক আদর্শ ডিগ্রী কলেজ মাঠে।
উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সার্জারি ডাক্তার এবং ফরিদগঞ্জ উপজেলা বিএনপি যুগ্ন-আহবায়ক ডাক্তার আবুল কালাম আজাদ।
এসময় প্রধান অতিথির হিসাবে বক্তব্যে রাখেন উপজেলা বিএনপি’র আহবায়ক, বিশিষ্ট শিল্পপতি, দানবীর সমাজ সেবক আলহাজ এম,এ হান্নান সাহেব তার বক্তব্যে বলেন, আপনারা দীর্ঘ ১৭ বছর কঠিন সময় পার করছেন। অনেকে মিথ্যা মামলার শিকার হয়েছেন। নির্যাতনের শিকার হয়েছেন। নিজেরা ঘরে থাকতে পারেন নাই। ঠিক মতো রাস্তায় হাঁটতে পারেননি। আমি জানি আপনাদের অনেক কষ্ট ক্ষোভ রয়েছে। আপনারা নির্বাচন পর্যন্ত অপেক্ষা করুন। কেউ চাঁদাবাজি দখলদারী করতে পারবেন না। যদি আমি কাউকে জানতে পারি বা শুনি তাহলে তাকে দল থেকে বহিষ্কার করা হবে। তিনি আরো বলেন ফরিদগঞ্জ উপজেলা বিএনপি আমার নেতৃত্বে চলবে। দল আমাকে দায়িত্ব দিয়েছে। যদি কোন ব্যক্তি দলের কাজ করতে চান তাহলে এক পতাকার তলে এসে কাজ করুন। বিপক্ষে গিয়ে বিভ্রান্তি সৃষ্টি করবেন না। এক মসজিদের দুইজন ইমাম হতে পারে না। যে প্রথম ইমাম তার পিছনে সবাই নামাজ পড়ে । সবাই তাকেই মানে। দুই দুইবার আমার মননোয়ন ছিনতাই করেছেন আপনাদেরকে সেই সুযোগ আর দেওয়া হবে না।
তিনি আরো বলেন, স্বৈরাচারী শাসক সরকার পতনের পর দীর্ঘ ১৭ বছর পর একটি স্বাধীন দেশ পেয়েছি আমরা সকলে মিলে তা রক্ষা করতে হবে।
এই সময় আরো বক্তব্য রাখেন, উপজেলা বিএনপি’র যুগ্ন-আহবায়ক মফিজ চৌধুরী, যুগ্ন আহবায়ক মঞ্জিল হোসেন পাটোয়ারী , সোহাগ মোল্লা, এই সময় আরো উপস্থিত ছিলেন ফরিদগঞ্জ উপজেলা বিএনপির যুগ্ম আহ্যায়ক ও সাবেক সাংগঠনিক সম্পাদক আব্দুল খালেক পাটোয়ারী,যুগ্নু আহবায়ক নজরুল ইসলাম নজু যুগ্ন আহবায়ক মহসিন মোল্লা, ও পৌর বিএনপির সভাপতি আমানত গাজী, প্রমুখ।
এসময় উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে আগত বিএনপি’,যুবদল, স্বেচ্ছাসেবক দল, কৃষক দল শ্রমিক দল, মৎস্যজীবী দল, তাঁতিদল সহযোগী অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
Leave a Reply