ফরিদগঞ্জে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) উদযাপন
ফরিদগঞ্জ(চাঁদপুর)প্রতিনিধিঃ চলছে রবিউল আউয়াল মাস।এ মাসেই সমগ্র মানবজাতির পথ প্রদর্শনের জন্য আগমন করেছেন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।এই উপলক্ষে চাঁদপুর জেলার ফরিদগঞ্জ উপজেলায় যথাযোগ্য মর্যাদায় ও ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) উদযাপন করা হয়েছে চরপাড়া মোহাম্মাদিয়া সুন্নিয়া আলিম মাদ্রাসার উদ্যোগে ১২ই রবিউল আউয়াল ১৬ই সেপ্টেম্বর রোজ সোমবার সকাল ১০ ঘটিকার সময় ইদে মিলাদুন্নবী (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম)এর জশনে জুলুছ ও আনন্দ মিছিল আয়োজন করে ফরিদগঞ্জ উপজেলা গাউছিয়া কমিটি ।
ঢাকা মহানগর গাউছিয়া কমিটির সভাপতি ও ফরিদগঞ্জ উপজেলা শাখার প্রধান উপদেষ্টা আলহাজ্ব আব্দুল মালেক বুলবুল আহমেদের সার্বিক তত্ত্বাবধানে কালেমা লেখা পতাকা উড়িয়ে এই জশনে জুলুছ আনন্দ মিছিলে হাজার হাজার মানুষ যোগদান করেন। এসময় জশনে জুলুছে আনন্দ মিছিলটি ফরিদগঞ্জ উপজেলা সদরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে চরপাড়া মোহাম্মদিয়া তৈয়্যেবিয়া সুন্নিয়া আলিম মাদ্রাসায় গিয়ে শেষ হয়।পরে মাদ্রাসা মাঠ প্রাঙ্গণে দোয়া, মিলাদ ও আলোচনা সভার মধ্য দিয়ে তবারক বিতরণ করে অনুষ্ঠানের সমাপ্তি ঘটায়।
Leave a Reply