নব- যোগদানকৃত জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট গোপালগঞ্জ, মোহাম্মদ কামরুজ্জামানে সাথে মুকসুদপুরের কর্মরত সাংবাদিকদের মতবিনিময় সভা
শহিদুল ইসলাম ঃ
নব- যোগদানকৃত জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট গোপালগঞ্জ, মোহাম্মদ কামরুজ্জামানের সাথে মুকসুদপুরে কর্মরত সাংবাদিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২৩ সেপ্টেম্বর) দুপুর ১ টারসময়ে মুকসুদপুর উপজেলা প্রশানের আয়োজনে উপজেলা পরিষদ হল রুমে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন নব- যোগাযোগকৃত জেলা প্রশাসক মোহাম্মদ কামরুজ্জামান, মুকসুদপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আজিজুর রহমান, সহকারী কমিশনার( ভূমি) আসাদুজ্জামান নূর, মুকসুদপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ মোস্তফা কামাল, মুকসুদপুর প্রেসক্লাবের সহ-সভাপতি মোঃ ছিরু মিয়া, সহ- সভাপতি ও মধুমতি কন্ঠ পত্রিকার সম্পাদক শহিদুল ইসলাম, সাধারণ সম্পাদক ও মুকসুদপুর সংবাদের সম্পাদক হায়দার হোসেন, যুগ্ন সম্পাদক ও দৈনিক ভোরের কাগজের উপজেলা প্রতিনিধি কাজী মোঃ ওহিদুল ইসলাম, যুগ্ম সম্পাদক বাংলা টিভির উপজেলা প্রতিনিধি হাদি উজ্জামান, দপ্তর সম্পাদক ও দৈনিক আমাদের সময়ের উপজেলা প্রতিনিধি দেলোয়ার হোসেন,সাংগঠনিক সম্পাদক হাফিজুর রহমান লেবু, তথ্য ও প্রযুক্তি সম্পাদক আরেফিন মুক্তা,প্রচার সম্পাদক হুসাইন কবির ,সদস্য মেহের মামুন, পরেশ বিশ্বাস, মুকসুদপুর রিপোর্টাস ক্লাবের সভাপতি তারিকুল ইসলাম, সাংবাদিক আমজেদ হোসেন আমোদ,সাইদুর রহমান টুটুল প্রমুখ।
জেলা প্রশাসক মোহাম্মদ কামরুজ্জামান মহোদয় বলেন অনেক রক্তের বিনিময়ে আমরা স্বাধীনতা ফিরে পেয়েছি এ স্বাধীনতা আমরা বৃথা যেতে দেবো না তিনি আরো বলেন গোপালগঞ্জে দুর্নীতি ও অনিয়ম মুক্ত, বৈষম্যহীন আদর্শ সমাজ গড়তে সাংবাদিকসহ সকলের সহযোগিতা চেয়েছেন।
পরিচিতি পর্ব শেষে গোপালগঞ্জে জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট মুহম্মদ কামরুজ্জামান মহোদয় যোগদান করায় মুকসুদপুর উপজেলার বিভিন্ন সাংবাদিক সংগঠনের পক্ষ থেকে তাকে শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়। এছাড়া সাংবাদিকগণ প্রাপ্ত তথ্য, উপাত্তের ভিত্তিতে স্বাধীনভাবে তাদের মত প্রকাশের নিশ্চয়তা এবং গঠনমূলক সমালোচনার মাধ্যমে বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মধ্যদিয়ে জেলা প্রশাসনকে সার্বিক সহযোগিতা প্রদানের আশাবাদ ব্যাক্ত করেন।
Leave a Reply