কাশিয়ানীতে শারদীয় দূর্গাপূঁজা উপলক্ষে মত বিনিময় ও প্রস্তুতিমুলক সভা
কাশিয়ানী (গোপালগঞ্জ) প্রতিনিধি :
গোপালগঞ্জের কাশিয়ানীতে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে মত বিনিময় ও প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।
২৪ সেপ্টেম্বর (মঙ্গলবার) সকাল ১১ টায় উপজেলা পরিষদের হল রুমে, উপজেলা প্রশাসনের আয়োজনে, নির্বাহী কর্মকর্তা মু, রাসেদুজ্জামানের সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়।
উপজেলার ১৪ ইউনিয়নের ২৩৬ টি পূজা মণ্ডপে শারদীয় দুর্গাপূজা উৎসব অনুষ্ঠিত হবে।
এ মতবিনিময় ও প্রস্তুতিমূলক সভায়, প্রতিটা পূজা মন্ডপে কঠোর নিরাপত্তা,
বিদ্যুৎ, বিদ্যুৎ না থাকলে জেনারেটর ব্যবস্থা গ্রহণের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
এছাড়াও নামাজের সময় মাইক ও উচ্চ শব্দের বাদ্যযন্ত্র বাজানো বন্ধ থাকবে বলে সিদ্ধান্ত দেওয়া হয়েছে ।
পূজা কমিটি ও সনাতন ধর্মাবলম্বীদের মধ্যে কোন মতবিরোধ থাকলে তা নিষ্পত্তির জন্য নির্দেশ দিয়েছেন সভার সভাপতি উপজেলা নির্বাহী কর্মকর্তা মু, রাসেদুজ্জামান।
এ সভায় উপজেলা পূজা কমিটির সাধারণ সম্পাদক গৌতম কুমার সাহার সঞ্চালনায় , পূজা কমিটির সভাপতি সাবেক উপজেলা চেয়ারম্যান সুব্রত ঠাকুর , সহকারী কমিশনার
ভূমি মুনমুন পাল, কৃষি কর্মকর্তা কাজী এজাজুল করিম, থানার অফিসার ইনচার্জ মো, শফিউদ্দিন খান, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো, মিরান হোসেন মিয়া , হাতিয়াড়া ইউনিয়নের চেয়ারম্যান দেবদুলালা বক্তব্য রাখেন ।
এছাড়াও উপজেলার অন্যান্য দপ্তরের কর্মকর্তা সহ ২৩৬ টি পূজা মন্ডপের সভাপতি ও সাধারণ সম্পাদক উপস্থিত ছিলেন।
Leave a Reply