রামদাসেরবাগ তা’লীমুল কোরআন নূরানী মাদ্রাসার পরীক্ষার ফলাফল প্রকাশ ও পুরস্কার বিতরণ
ফরিদগঞ্জ প্রতিনিধিঃ ফরিদগঞ্জ উপজেলার ৮নং পাইকপাড়া (দঃ) ইউনিয়নের রামদাসেরবাগ তা’লীমুল কুরআন নূরাণী মাদ্রাসার ২য় সাময়িক পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়। একই সাথে পরীক্ষায় মেধা তালীকায় উত্তীর্ণ ছাত্র-ছাত্রীদের পুরস্কার বিতরণ ও ২৪ শিক্ষাবর্ষের ছাত্র-ছাত্রীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করা হয়।
৫ অক্টোবর শনিবার সকালে মাদ্রাসার হলরুমে মো. ইয়াছিন খানের সঞ্চালনায় ও জামিয়া আরাবিয়া শাশিয়ালী মাদ্রাসার সাবেক শিক্ষা সচিব ও মোহাদ্দিস হযরত মাওলানা আবু মুসার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক হাজী মো. ইলিয়াস খাঁন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবক ও রাজনীতিবিদ মো. মোস্তাফিজুর রহমান পাটওয়ারী।
৮নং পাইকপাড়া দঃ ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মো. মোক্তার আহম্মদ খন্দকার, ডা. শামছুল ইসলাম খাঁন, অভিভাবক সদস্য নেসার আহম্মেদ পাটওয়ারী, অত্রমাদ্রাসার প্রধান শিক্ষক ইসমাইল হোসেন, সহ অভিভাবক, শিক্ষার্থী, শুভাকঙ্ক্ষী, শিক্ষক ও ছাত্র-ছাত্রীবৃন্দ।
এসময় অতিথিরা ছাত্র-ছাত্রীদেরকে কোরআন ও হাদীসদিয়ে সুশিক্ষায় অর্জন করার পরামর্শ দেন এবং অভিভাবকরা শিক্ষকদের পাশাপাশি সন্তানদেরকে পড়াশোনায় মনোযোগী করে তোলার আহ্বান করেন। বক্তব্য শেষে অতিথিরা পরীক্ষায় মেধা তালীকায় উত্তীর্ণ ছাত্র-ছাত্রীদেরকে পুরস্কার প্রদান করে। পরে সকল অভিভাবক, ছাত্র-ছাত্রী ও শুভাকঙ্ক্ষীদের জন্য দোয়া করা হয়।
Leave a Reply