অভ্যুত্থান এখনো টিকিয়ে রাখতে হবে- সমন্বয়ক সারজিস আলম
আকাশ আহম্মেদ সোহেল, মাদারীপুর প্রতিনিধি:
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় অন্যতম সমন্বয়ক সারজিস আলম বলেন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এই প্লাট ফরম শব্দটা ভবিষ্যতে কোন পলিটিকাল প্লাটফম হবেনা এটা শতভাগ নিশ্চিত। কিন্তু এই প্লাটফরমের যে মানুষগুলো তারা যদি ভবিষ্যতে রাজনীতি করতে চায়, অন্য কোন নামে’ অন্য কোন ব্যনারে’ নতুন করে কিছু একটা তৈরি করে, সেটা তো অবশ্যই রাজনৈতিক কিংবা গণতান্ত্রিক অধিকার তাদের আছে।
আজ সকালে মাদারীপুর পৌসভার হলরুমে মাদারীপুরের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীদের সাথে মতবিনিময় সভায় একথা বলেন তিনি।
তিনি আরো বলেন, এই মুহূর্তে বাংলাদেশে অভ্যুত্থান’ প্রাথমিক ভাবে যাষ্ট একটা সফলতা আসলো। এটার বিরুদ্ধে চক্রান্ত ডে-বাই-ডে বারতেছে। আপনি যদি এখানে এখনি ওই ইউনাইটেড না থেকে, ওই চিন্তাটাতে চলে যান এবং অভ্যুত্থানটাকে এখনো টিকিয়ে রাখার যে চেষ্টা এটাতে না থাকেন, তাহলে সবচেয়ে বড় যে জিনিসটা হবে বিভাজনটা তৈরি হবে।
এসময় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়করা ও মাদারীপুর বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরাসহ সাধারন শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
Leave a Reply