কারাগারে থেকেই পদত্যাগ করলেন মাদারীপুর জেলা আ.লীগের সভাপতি
আকাশ আহম্মেদ সোহেল, মাদারীপুর প্রতিনিধি:
জেলহাজতে থেকেই মাদারীপুর জেলা আওয়ামী লীগের সভাপতির পদ থেকে পদত্যাগ করেছেন শাহাবুদ্দিন আহমেদ মোল্লা। এ তথ্য নিশ্চিত করেছেন তার আইনজীবী এডভোকেট সুজিত চ্যাটার্জি বাপ্পী ও তার স্ত্রী অধ্যাপিকা শাবানা শাহিন। তিনি বর্তমানে হত্যা মামলায় মাদারীপুর জেলা কারাগারে বন্দী রয়েছেন।
আজ (৩১ অক্টোবর) বৃহস্পতিবার মাদারীপুর পুলিশ সুপার বরাবর মাদারীপুর জেলা আওয়ামী লীগের বর্তমান সভাপতি শাহাবুদ্দিন আহমেদ মোল্লাকে কারামুক্তির দাবি জানিয়ে তার স্ত্রী শাবানা শাহিন একটি আবেদনপত্র জমা দেন।
আবেদনে উল্লেখ করেন, শাহাবুদ্দিন মোল্লা একজন ব্যবসায়ী ও অনিয়মিত রাজনীতিবিদ। তিনি সামাজিক ও ধর্মীয় কর্মকাণ্ডে যুক্ত এবং একজন শিক্ষানুরাগী ব্যক্তি হিসেবে পরিচিত। বিগত ১১ জুলাই আমাকেসহ অস্ট্রেলিয়ায় আমার দুই কন্যার একটি শিক্ষামূলক অনুষ্ঠানে আমন্ত্রিত হয়ে মেলবোর্ন গমন করি এবং ২৮ জুলাই দেশে ফিরে আসি। ছাত্র-জনতার বৈষম্য বিরোধী আন্দোলনে মাদারীপুরে দুর্ভাগ্যজনকভাবে নিহত তাওহীদ ও দীপ্ত এর ঘটনায় উদ্ভুত দুটি মামলায় তাকে অভিযুক্ত করা হয়। ঘটনার তারিখ তিনি দেশে ছিলেন না বিষয়টি নিশ্চিত হয়ে মাদারীপুর জেলা ও দায়রা জজ আদালত তাকে জামিনে মুক্তির আদেশ প্রদান করেন। ইতোমধ্যে কিশোর গ্যাং কর্তৃক সংগঠিত মাদারীপুর সদর থানা এলাকায় কতিপয় ঘটনায় ৪ টি মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে। যদিও দুটি ঘটনার তারিখে তিনি মাদারীপুর ছিলেন না এবং দুটি ঘটনার তারিখে তিনি মালয়েশিয়া ছিলেন।
এসময় শাহাবুদ্দিন মোল্লার অসুস্থতার কথা উল্লেখ করে তিনি আরও বলেন, তার স্বামী (শাহাবুদ্দিন মোল্লা) ইতোমধ্যে হৃদরোগে আক্রান্ত হয়ে দেহে পেসমেকার সংযোজন করেছেন। এছাড়া তিনি ডায়াবেটিস ও ব্রঙ্কাইটিস এ্যাজমা রোগে গুরুতর অসুস্থ। এ্যাজমা কারণে তাকে দুই বেলা নেবুলাইজার ব্যবহার করতে হয়। কিন্তু জেলখানায় সেই সুবিধা পাচ্ছে না। তার জীবন রক্ষার্থে কারাগারের বাহিরে উন্নত চিকিৎসা প্রয়োজন। সে কারণে তাকে যেন নতুন করে কোন ফৌজদারি মামলায় জড়িত না করা হয় এবং তার মুক্তির বিষয় মাদারীপুর পুলিশ সুপারের সহযোগীতা চান।
আবেদনে শাহাবুদ্দিন মোল্লার পদত্যাগের বিষয়টি নিশ্চিত করে তার স্ত্রী শাবানা শাহিন জানান, বিগত ২৫/১০/২০২৪ তারিখে কারাগার থেকে শাহাবুদ্দিন মোল্লা আমাকে এবং তাহার আইনজীবী সুজিত চাটার্জী বাপ্পীকে টেলিফোনের মাধ্যমে জানিয়েছেন যে, তিনি জেলা আওয়ামী লীগের পদ থেকে পদত্যাগ করেছেন।
এ ব্যাপারে শাহাবুদ্দিন মোল্লার আইনজীবী সুজিত চাটার্জী বাপ্পী জানান, গত শুক্রবার (২৫ অক্টোবর) মাদারীপুর জেলা আওয়ামী লীগের সভাপতি পদ থেকে শাহাবুদ্দিন আহমেদ মোল্লা লিখিতভাবে পদত্যাগ করেছেন। তিনি পদত্যাগের কথা বৃহস্পতিবার (৩১ অক্টোবর) প্রকাশ্য আদালতে উপস্থিত সকলকে জানিয়েছেন।
তিনি আরও জানান, শাহাবুদ্দিন আহমেদ মোল্লার বিরুদ্ধে যেসব মামলা দায়ের করা হয়েছে সেই ঘটনার সময় তিনি বিদেশে অবস্থান করতে ছিলেন। এছাড়াও তার বুকে পেসমেকার লাগানো হয়েছে এবং তিনি হৃদরোগসহ বিভিন্ন জটিল রোগে ভুগছেন। তার ব্রঙ্কাইটিস এজমার কারণে দিনে কয়েকবার নেবুলাইজার ব্যবহার করতে হয়, যা কারাগারে সম্ভবপর নয়।
Leave a Reply