মুকসুদপুরে ঐতিহাসিক ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে পাইলট উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গনে আলোচনা সভা অনুষ্ঠিত
মুঈনুল ইসলাম শুভঃ গোপালগঞ্জের মুকসুদপুরে ঐতিহাসিক ৭ নভেম্ব জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে পাইলট বালক উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠিত আলোচনা সভায় উপজেলা বিএনপির সভাপতি আব্দুস ছালাম খানের সভাপতিত্বে উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক তারিকুল ইসলাম রাজুর পরিচালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপির জাতীয় কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক সেলিমুজ্জামান সেলিম,বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন গোপালগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক রফিকুজ্জামান, অন্যঅন্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা যুবদলের আহ্বায়ক মশিউর রহমান মিন্টু,সদস্য সচিব মাহফুজ হাসান
সিনিয়র সহ-সভাপতি সোহরাব শেখ, সহ সভাপতি মুন্নু মুন্সী, আওয়াল ফকির, সিনিয়র যুগ্ন সম্পাদক শাহিন মিয়া, সাংগঠনিক সম্পাদক সাইদ মিয়া, ননী গোপাল মন্ডল, বিএনপি নেতা ওহিদুল ইসলাম, পৌরসভা বিএনপির যুগ্ন আহবায়ক আসাদ সিকদার, কামরুজ্জামান স্বপন, মিঠু লস্কর, পৌরসভা যুবদলের আহবায়ক সাইফুজ্জামান লিটন, সদস্য সচিব কাইউম শরীফ, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মেহেদী হাসান বিপ্লব, সদস্য সচিব কাইউম মুন্সী, যুগ্ন আহবায়ক নাইম শেখ, মোস্তফা গাজী , রাজীব শরীফ, উপজেলা ছাত্রদলের সভাপতি হাবিবুর রহমান রুইন, সাধারণ সম্পাদক জোবায়ের মাতুব্বর, সাংগঠনিক সম্পাদক কাজী নয়ন, সিনিয়র যুগ্ন সম্পাদক নাজমুল ইসলাম, পৌরসভা ছাত্রদলের সভাপতি আশিক মুন্সী, সাধারণ সম্পাদক শাকিল শরীফ, সাংগঠনিক সম্পাদক অন্তর বিশ্বাস, মুকসুদপুর কলেজ ছাত্রদলের সভাপতি মেহেদী মুন্সী, সাধারণ সম্পাদক মহসিন মোল্যা, সিনিয়র সহ-সভাপতি অন্তর শেখ , সিনিয়র যুগ্ন সম্পাদক সাকিব আহমেদ দিপু প্রমুখ সহ বিভিন্ন ইউনিয়ন বিএনপি ও অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় সাংবাদিক বৃদ্ধ।এ সময় উপস্থিত বক্তারা বলেন,১৯৭৫ সালের এই দিনে আধিপত্যবাদী চক্রের সকল ষড়যন্ত্র রুখে দিয়ে আমাদের জাতীয় স্বাধীনতা,সার্বভৌমত্ব ও গণতন্ত্র রক্ষার দৃঢ় প্রত্যয় বুকে নিয়ে সিপাহী-জনতা কাঁধে কাঁধ মিলিয়ে রাজপথে নেমে এসেছিল।তাদের ঐক্যবদ্ধ বিপ্লবের মাধ্যমেই রক্ষা পায় ১৬ই ডিসেম্বরের অর্জিত বাংলাদেশের স্বাধীনতা।এই পট পরিবর্তনের পর জিয়াউর রহমানের নেতৃত্বে দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব প্রভাবমুক্ত হয়ে শক্তিশালী সত্ত্বা লাভ করে।এই দিন থেকে বহুদলীয় গণতন্ত্রের যাত্রা শুরু হয়।
বক্তারা আরো বলেন,রাজনৈতিক দলসহ ছাত্র-জনতার ঐক্যবদ্ধ আন্দোলনের ফসল এই অন্তর্বর্তীকালীন সরকার।এদেশের সাধারণ জনগণের ভোটে সরকার গঠনের জন্য অতিসত্বর নির্বাচনী তারিখ ও রোডম্যাপ ঘোষনার দাবি করেন উপস্থিত বক্তারা।
Leave a Reply