শিক্ষক কর্মচারী ঐক্য জোটের ব্যানারেই সকল দাবী পুরন হয়েছে: সেলিম
আকাশ আহম্মেদ সোহেল, মাদারীপুর প্রতিনিধি:
বাংলাদেশ শিক্ষক কর্মচারী ঐক্য জোটের সভাপতি অধ্যক্ষ মো. সেলিম ভূইয়া বলেন, এ পর্যন্ত শিক্ষকদের যে দাবী পুরন হয়েছে তা শিক্ষক কর্মচারী ঐক্য জোটের ব্যানারে হয়েছে। ৭০ পার্সেন্ট শিক্ষকদের বেতন দিয়েছেন বিএনপি সরকার। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সর্বপ্রথম আপনাদের জাতীয় বেতন স্কেলে অন্তর্ভূক্ত করেন। তখনকার সম্পদের সীমাবদ্ধ থাকা অবস্থায়ও ৫০ পার্সেন্ট বেতন দিয়েছেন। নতুন প্রজন্মের শিক্ষকরা অনেকেই বউ পুস্তক পড়ার সময় পাননা। কে কি দেয়েছে এটা জানারও সুযোগ পাননা। এজন্য শেখ মুজিব আর শেখ হাসিনার ছবি বুকে লাগিয়ে শহীদ মিনারে গিয়ে না খেয়ে থাকেন।
শুক্রবার (৬ ডিসেম্বর) দুপুরে মাদারীপুর জেলার শিবচর উপজেলার নন্দকুমার মডেল ইনস্টিটিউশনের মাঠ প্রাঙ্গনে বাংলাদেশ শিক্ষক কর্মচারী ঐক্যজোটের শিবচর উপজেলা শাখার আয়োজিত এক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।
সেলিম ভূইয়া আরও বলেন, না খেয়ে থেকে আন্দোলন হয়না। বেশী করে খাবেন এবং যারা আপনার ফাইল আটকে রেখেছেন তাদের ঘুষি দিবেন। তাহলে কাজ আদায় হবে। মরার মত বসে থাকলে কাজ হবে না। যেগুলি প্রিসডেন্ট জিয়াউর রহমান দিয়েছেন, আমাদের নেত্রী বেগম খালেদা জিয়া দুই বার টেন টেন করে টুইয়েন্টি পার্সেন্ট দিয়েছেন। কত হল? হন্ডেড এর মধ্য ৭০ দিয়েছেন বেগম খালেদা জিয়া। টেন টেন করে ২০ পার্সেন্ট দিয়েছেন হুসাইন মোহাম্মদ এরসাদ সাহেব। আর ১৯৯৬ থেকে ২০০১ আমার নেতৃত্ব আন্দোলন হয়েছে। সে আন্দোলন বাধ্য হয়ে শেখ হাসিনা ঘোষণা দিয়েছিলেন ১০ পার্সেন্ট, এই হলো হান্ডেড পার্সেন্ট।
এসময় তিনি বলেন, আমার নেতা তারেক রহমান সাহেব বলেছেন আমার মা আপনাদের সুযোগ সুবিধার যা যা ওয়াদা করেছেন, বিএনপি সরকার ক্ষমতায় গেলে অক্ষরে অক্ষরে তা পালন করা হবে।
অনুষ্ঠানে বাংলাদেশ শিক্ষক -কর্মচারী ঐক্যজোটের শিবচর উপজেলা শাখার সভাপতি আতাহার হোসেনের সভাপতিত্বে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন শিক্ষক কমর্চারী ঐক্যজোটের অতিরিক্ত মহাসচিব মোঃ জাকির হোসেন। অন্যান্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন, শিক্ষক কর্মচারী ঐক্যজোট কো-চেয়ারম্যান মাওলানা দেলোয়ার হোসেন, প্রেসিডিয়াম সদস্য অধ্যাপক সেলিম মিয়া, আবদুল হক মিয়া, আবু বকর মিয়া, সাংগঠনিক সম্পাদক হাওলাদার মোঃ আবুল কালাম আজাদ প্রমুখ।
Leave a Reply