রাজৈরে বিএনপির দুপক্ষের আলাদাভাবে মিছিল, গ্রুপিং নেই দাবি
আকাশ আহম্মেদ সোহেল, মাদারীপুর প্রতিনিধি:
মাদারীপুরের রাজৈরে মহান বিজয় দিবস উপলক্ষে আলাদাভাবে বর্ণাঢ্য র্যালি ও আনন্দ মিছিল করেছে বিএনপির দুই পক্ষের নেতাকর্মীরা। সোমবার (১৬ ডিসেম্বর) বেলা সাড়ে ১১ টার সময় উপজেলা সদরে দুপক্ষের এ মিছিল অনুষ্ঠিত হয়। এতে এক পক্ষের নেতৃত্ব দেন ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক হিমেল আল ইমরান ও আরেক পক্ষের নেতৃত্ব দেন মাদারীপুর জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য আরিফ হাওলাদার। এ নিয়ে উপজেলাজুড়ে চলছে আলোচনা সমালোচনা। তবে বিভক্ত হয়ে বিজয় দিবস উদযাপন করলেও নেতৃত্বদাতাদের দাবি তাদের মধ্যে কোন গ্রুপিং নেই।
সরজমিন ঘুরে দেখা যায়, সকালে উপজেলা কেন্দ্রীয় মুক্তিযোদ্ধা স্মৃতিসৌধে আলাদাভাবে শ্রদ্ধা নিবেদন করে বিএনপির দুই গ্রুপ। পরে বিভক্ত ভাবে দুটি স্থানে নেতাকর্মীরা জড়ো হয়। এরপর রাজৈর থানার মোড় থেকে লোকজন নিয়ে একটি বর্ণাঢ্য র্যালি শুরু করেন ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক হিমেল আল ইমরান। এসময় উপজেলার প্রধান সড়ক প্রদক্ষিণ করে রাজৈর বাজারে গিয়ে র্যালিটি শেষ হয়। তার সঙ্গে উপজেলা বিএনপির সাবেক সভাপতি ওহাব মিয়া ও সাবেক সাধারণ সম্পাদক জাহিদুর রহমান লেবু কাজীসহ বিভিন্ন অঙ্গসংগঠনের একাংশের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
অপরদিকে রাজৈর পৌর ঈদগাহ’র সামনে থেকে নেতাকর্মীদের আনন্দ মিছিল করেন জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য আরিফ হাওলাদার। তারাও আলাদাভাবে একই সময় উপজেলার প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এসময় হিমেল গ্রুপের সামনাসামনি হয়। পরে পৌর ঈদগাহ মাঠে এসে মিছিলটি শেষ হয়। এ মিছিলে উপস্থিত ছিলেন, উপজেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক শেখ একরাম হোসেন ও মাদারীপুর জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য জীবন বোসসহ বিভিন্ন অঙ্গসংগঠনের আরেকাংশের নেতাকর্মীরা।
এ বিষয়ে ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক হিমেল আল ইমরান বলেন, বিএনপির দুইটা গ্রুপ না, একটাই গ্রুপ। উপজেলা বিএনপি, ছাত্রদল, যুবদল ও সেচ্ছাসেবক দলসহ বিভিন্ন অঙ্গসংগঠনের নেতাকর্মীরা আমাদের সঙ্গে ছিলেন। অনেকেই (আরিফ হাওলাদার গ্রুপ) বিএনপি দাবি করতে পারে। তারা তাদের মতো করে করছে। আমরা যারা বিএনপি আছি তারা এক সঙ্গে ছিলাম।
মাদারীপুর জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য আরিফ হাওলাদার বলেন, হিমেল ছাত্রদল করে তাই সে ছাত্রদলের পোলাপান নিয়ে মিছিল করেছে। আমাদের কোন গ্রুপ নাই।
Leave a Reply