কোটালীপাড়ার এসিল্যান্ডের বিরুদ্ধে ঠিকাদারকে প্রকাশ্যে চড় মারার অভিযোগ
নিজস্ব প্রতিনিধিঃ
গোপালগঞ্জের কোটালীপাড়ায় এলজিইডি’র এক ঠিকাদারকে প্রকাশ্যে চড় মারার অভিযোগ উঠেছে ওই উপজেলায় দায়িত্বরত সহকারী কমিশনার (ভূমি) প্রতীক দত্তের বিরুদ্ধে।
বুধবার (১৮ ডিসেম্বর) সকালে ওই এসিল্যান্ডের শাস্তির দাবিতে বিক্ষোভ করেছেন স্থানীয়রা। এর আগে মঙ্গলবার দুপুরে উপজেলার কুশলা ইউনিয়নের জামিলা গ্রামে এ ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, মাঝবাড়ি- রাধাগঞ্জ সড়কের জামিলা নামক স্থানে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) একটি ব্রিজের নির্মাণকাজ চলমান রয়েছে। ওই কাজের ঠিকাদার আব্দুস সামাদকে খাল থেকে মাটি তোলা নিয়ে কথা-কাটাকাটির একপর্যায়ে চড় মারেন কোটালীপাড়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) প্রতীক দত্ত।
এসময় কোটালীপাড়া উপজেলা প্রকৌশলী শফিউল আজম, উপসহকারী প্রকৌশলী মনজুরুল হক ও নির্মাণ শ্রমিকসহ অর্ধশতাধিক লোকজন উপস্থিত ছিলেন। পরে এ ঘটনায় স্থানীয় জনতা উত্তেজিত হলে প্রতীক দত্ত দ্রুত ঘটনাস্থল ত্যাগ করেন।
ভুক্তভোগী ঠিকাদার আব্দুস সামাদ গণমাধ্যমকে বলেন, এসিল্যান্ড আমার সঙ্গে যা করেছেন, বিষয়টি নিয়ে প্রশাসনের ওপর মহল থেকে আমার শ্বশুর ইউনুস শরীফ মীমাংসার দিকে গেছেন। আমাকে কিছু বলতে বলিয়েন না। ওপর মহল থেকে ঝামেলায় আছি। ভুক্তভোগী ঠিকাদারের শশুর ইউনুস শরীফ বলেন, আমার জামাইকে চড় দেওয়ার বিষয়টি নিয়ে এসিল্যান্ড মঙ্গলবার রাতে আমার কাছে ভুল স্বীকার করেছেন। বিষয়টি মীমাংসা হয়েছে।
এ বিষয়ে অভিযুক্ত কোটালীপাড়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) প্রতীক দত্ত বলেন, আমার সঙ্গে ঠিকাদার আব্দুস সামাদের কথা- কাটাকাটি হয়েছে। চড় মারার কোনো ঘটনা ঘটেনি। যে ঘটনা ঘটেছে তা মীমাংসা হয়ে গেছে।
কোটালীপাড়া উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাহীনুর আক্তার গণমাধ্যমকে বলেন, বিষয়টি জানা নেই। কোনো অভিযোগও পাইনি। অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে।
প্রসঙ্গতঃ চলতি বছরের মার্চে চট্টগ্রামের খাতুনগঞ্জে ভ্রাম্যমাণ আদালত পরিচালনার সময় বাবার বয়সী এক ব্যবসায়ীর মুখে ‘হোল্ড অন’ শুনে ব্যাপক চটে যান নির্বাহী ম্যাজিস্ট্রেট প্রতীক দত্ত। এ সময় তাদের দু’জনের কথোপকথনের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ও নেট দুনিয়ায় ব্যাপক ভাইরাল হয়। এ নিয়ে তখন পক্ষে-বিপক্ষে আলোচনা-সমালোচনার ঝড় ওঠে।
Leave a Reply