বশেমুরবিপ্রবিতে আইন ৪র্থ ব্যাচের বিদায় সংবর্ধনা সম্পন্ন
কে এম সাইফুর রহমান, নিজস্ব প্রতিনিধিঃ
গোপালগঞ্জের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (বশেমুরবিপ্রবি) আইন বিভাগের চতুর্থ ব্যাচের শিক্ষার্থীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২৪ ডিসেম্বর) বিদায়ী শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে থেকে গাউন পরিহিত অবস্থায় রিক্সায় আরোহন করে ব্যতিক্রমী এক শোডাউন করে। এরপর সন্ধ্যায় গোপালগঞ্জের একটি রেস্টুরেন্টে জাঁকজমকপূর্ণ পরিবেশে কুরআন তেলাওয়াত ও গীতা পাঠের মাধ্যমে অনুষ্ঠানটি শুরু হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আইন অনুষদের ডিন ও আইন বিভাগের সভাপতি ড. মো. রাজিউর রহমান, সহযোগী অধ্যাপক মানসুরা খানম, সহকারী অধ্যাপক সুরাইয়া জেবিন, সহকারী অধ্যাপক হুমায়ুন কবির, প্রভাষক মোহাঃ হুমায়ুন, চয়ন চাকি ও নাহিদা সিদ্দিকা নীলা।
সংবর্ধনায় বিশেষ আকর্ষণ ছিল সাংস্কৃতিক অনুষ্ঠান যেখানে শিক্ষার্থীরা নাচ ও গান পরিবেশন করেন। পাশাপাশি বিদায়ী শিক্ষার্থীদের স্মৃতিস্বরূপ ক্রেস্ট প্রদান করা হয়। এরপর শিক্ষার্থীরা তাদের স্মৃতিচারণমূলক বক্তব্যে শিক্ষকদের প্রতি সম্মান, শ্রদ্ধা ও কৃতজ্ঞতা জ্ঞাপন করেন। এসময় শিক্ষার্থীদের সফলতা কামনা করে দিকনির্দেশনামূলক উপদেশ দেন শিক্ষকরা।
সমাপনী বক্তব্যে আইন অনুষদের ডিন ও আইন বিভাগের সভাপতি ড. রাজিউর রহমান বিদায়ী শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, ‘শিক্ষার্থীরাই বাংলাদেশ। কারণ শিক্ষার্থীরা আগামীর বাংলাদেশকে নেতৃত্ব দিবে।’ এছাড়াও তিনি শিক্ষার্থীদের মধ্যকার দুর্বলতাগুলো ঝেড়ে ফেলে নিজেদের আপন সত্তাকে চিনে কী করে সফল হওয়া যায় সেটা নির্ধারণ করার কথা ব্যক্ত করেন। পরিশেষে তিনি আইন চতুর্থ ব্যাচের শিক্ষার্থীদের ধন্যবাদ জানিয়ে একাডেমিক প্রয়োজনে যাবতীয় সহযোগিতা প্রদানের আশ্বাস দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন।
Leave a Reply